মহাশ্বেতা দেবী: দলিত নিগ্রহের প্রতিবাদের এক অপরাজেয় মুখ 

কাজের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন ‘হাজার চুরাশির মা’।

January 14, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইতিহাস থেকে, রাজনীতি থেকে যে সাহিত্য মহাশ্বেতা দেবী রচনা শোষিতের আখ্যান নয় বরং স্বদেশীয় প্রতিবাদী চরিত্রের সংস্থাপন। প্রতিবাদী জীবন ও সাহিত্যের এক স্বতন্ত্র ঘরানার লেখিকা ‘হাজার চুরাশির মা’। সামাজিক দায়িত্ববোধ থেকেই তিনি আদিবাসী, দলিত ও নিপীড়িত মানুষের কষ্টের কথা নিজের সাহিত্যের মাধ্যমে ফুটিয়ে তুলে ধরেছিলেন।

তাঁর সাহিত্যের প্রধানতম ক্ষেত্র ছিল আদিবাসী, দলিত ও নিপীড়িত মানুষ এবং এরও এক বিরাট অংশ জুড়ে ছিল নারী। যারা নিজেদের অধিকারের জন্য বৃটিশের বিরুদ্ধে, ভারতের শাসকশ্রেণীর বিরুদ্ধে ও উঁচুজাতের জোতদার, মহাজনদের বিরুদ্ধে নিরন্তর বীরত্বপূর্ণ লড়াই-সংগ্রামে জড়িত। তিনি ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের গ্রামাঞ্চলে আদিবাসীদের মধ্যে বছরের পর বছর থেকেছেন, মিশেছেন। তাদের দুঃখ-কষ্ট, সংগ্রাম, আত্মবলিদান, সাহসী অধ্যবসায় প্রভৃতিকে গভীর উপলব্ধিতে ধারণ করেছেন, লেখনীর মাধ্যমে সাহিত্যে জীবন্তভাবে ফুটিয়ে তুলেছেন। 

তিনি বলতেন, তাঁর গল্পের কাহিনী তিনি তৈরী করেননি, এগুলো জনগণেরই জীবন এবং তাদেরই সৃষ্টি। আদিবাসীদের জীবন ও সংগ্রামকে ঘিরে তার এমনি এক অসাধারণ উপন্যাস “চোট্টিমুন্ডা ও তার তীর”।

তিনি সারা জীবন আদিবাসীদের ন্যায্য দাবী ও সংগ্রামের পক্ষে সওয়াল করেছেন। সেজন্যই পশ্চিমবঙ্গ সরকারের লালগড় ও নন্দীগ্রামের আদিবাসীদের জমি অধিগ্রহণের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন তিনি। আদিবাসী ছাড়াও তিনি শাসকশ্রেণীর রক্তচক্ষু ও হুমকিকে উপেক্ষা করে শ্রমিক-কৃষকসহ নিপীড়িত জাতিসত্তা ও জনগণের আন্দোলন-সংগ্রামের পক্ষেও বলিষ্ঠভাবে দাঁড়িয়েছেন, সাহসী প্রতিবাদ করেছেন, কলম ধরেছেন। 

মাওবাদীদের নির্মূল করতে শাসকশ্রেণীর নির্বিচার গণহত্যা ও নিষ্ঠুর নির্যাতনের সামরিক অভিযান “অপারেশন গ্রিনহান্টে”র বিরুদ্ধেও তিনি সোচ্চার থেকেছেন। ৬০-এর দশকে ভারতে মাওবাদীদের নেতৃত্বে ঐতিহাসিক নক্সালবাড়ি আন্দোলন তাকে প্রভাবিত ও আলোড়িত করেছিল। তখনও তিনি “নক্সালদের” উচ্ছেদে শাসকশ্রেণী ও তার রাষ্ট্রীয় সন্ত্রাসকে উন্মোচন করে রচনা করেছিলেন উপন্যাস “হাজার চুরাশির মা”। 

তাই আজও সমাজের উপেক্ষিত, শোষিত, বঞ্চিত আদিবাসীদের কাছে মহাশ্বেতা দেবী একজন মহীরুহ। তিনি ‘মা’।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen