মহাত্মা গান্ধী ‘শয়তান’? BJP নেতা তথাগত রায়ের ফেসবুক পোস্ট ঘিরে তুঙ্গে বিতর্ক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩১: বিতর্কিত মন্তব্য আর সোশ্যাল মিডিয়া পোস্ট করতে ভালবাসেন বিজেপি নেতা, প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় (Tathagata Roy)। বিতর্কও তাঁর পিছু ছাড়ে না। হিন্দু-মুসলমান নিয়ে আবারও বিতর্কিত পোস্ট করলেন প্রবীণ এই বিজেপি নেতা। ফেসবুক পোস্টে তিনি মহাত্মা গান্ধীকে ‘শয়তান’ বলে উল্লেখ করেছেন। তিনি আরও লিখছেন, সাভারকর মুক্তি হয়েছিলেন বলে নাকি হিন্দুরা মাথা উঁচু করে বেঁচে আছে। এই পোস্টে কেউ তাঁকে সমর্থন করেছেন। আবার অনেকেই আক্রমণ শানিয়েছেন তাঁকে।
প্রবীণ বিজেপি নেতা লিখেছেন, ‘যে কোনও উপায়েই হোক, সাভারকার মুক্ত হয়েছিলেন বলে আজকে আমরা হিন্দুরা মাথা উঁচু করে বেঁচে আছি– না হলে শয়তান মোহনদাস গান্ধী আমাদের সকলকে মুসলমানের ক্রীতদাস বানিয়ে দিত। গান্ধী তো জিন্নাকে অবিভক্ত ভারতের প্রধানমন্ত্রী করতে চাইছিল! আজকের ভারতে যে বিকৃত ‘সেকুলারবাদ’ মুসলিম উগ্রপন্থাকে প্রশ্রয় দিয়েছে তার দায়িত্ব তো গান্ধী-নেহরুর! সাভারকারের হিন্দু মহাসভা ভোট পেত না, কিন্তু হিন্দুদের চিন্তাধারাকে প্রভাবিত করেছিল। সেই হিন্দু মহাসভা রাজনীতির অমোঘ গতিতে ভারতীয় জনসংঘের জন্ম দিয়েছিল যার থেকে জন্ম নিল ভারতীয় জনতা পার্টি। বাকিটা ইতিহাস।’ পোস্টে বিজেপির ইতিহাস মনে করিয়ে দিয়ে তিনি লিখেছেন, ‘সাভারকারের হিন্দু মহাসভা ভোট পেত না, কিন্তু হিন্দুদের চিন্তাধারাকে প্রভাবিত করেছিল।’
তথাগত রায় এমন বিতর্কে ভেসে থাকতে পছন্দ করেন। তিনি বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন বাংলায় বিজেপি খাতা খুলতে পারত না। শোনা যায়, একুশের ভোটের আগে টিকিটের জন্য মরিয়া হয়ে গিয়েছিল ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল। তবে টিকিট মেলেনি। তারপর ভোটে পরাজয়ের পর দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তথাগত। বঙ্গ বিজেপির কামিনী-কাঞ্চন তত্ত্ব তাঁরই অমর সৃষ্টি। দিলীপ ঘোষ থেকে বিজয়বর্গীয় কাউকেই রেয়াত করেন না তথাগত। ভোট আসার আগে ফের এমন বিতর্কিত পোস্ট করে তিনি রাজনীতির ময়দানে ভেসে থাকতে চাইছেন বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।