করোনার ধাক্কায় থমকে গেল মাহেশের রথযাত্রা

May 31, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনার ধাক্কায় এ বার থমকে গেল মাহেশের ৬২৪ বছরের রথযাত্রা। দীর্ঘ ইতিহাসে এই প্রথম। পুরীর পর মাহেশে দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রার আয়োজন করা হয়। কিন্তু এ বার তা স্থগিত রাখল জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ড।

সূত্রের খবর, মন্দির কমিটি দিনকয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে। মুখ্যমন্ত্রী স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলেন। তার পরে জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করা হয় মন্দিরের তরফে। শনিবার প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনার পর রথযাত্রা বন্ধ রাখার কথা জানান বোর্ডের সদস্যরা।

ট্রাস্টি বোর্ডের সদস্যরা জানান, করোনা সংক্রমণ ঠেকাতে সমস্ত ধরনের ধর্মীয় উৎসবে জমায়েত বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। সেই নির্দেশ মেনে আগামী ২৩ জুন রথযাত্রা স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি, ৫ জুন স্নানযাত্রা উৎসব নাটমন্দিরে পালিত হবে না। সামাজিক দূরত্ব মেনে মূল মন্দিরের চাতালে তা পালিত হবে। রথ টানা বন্ধ থাকলেও ধর্মীয় আচার অনুষ্ঠান প্রথা মেনেই পালিত হবে।

বর্তমানে বন্ধ রয়েছে মন্দির। কাল, সোমবার তা খোলার কথা। তবে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। স্নানযাত্রার দিন থেকে মন্দির ফের বন্ধ করে খোলা হবে রথের দিন। জগন্নাথ মন্দিরের পাশের একটি ঘরে প্রতীকী ভাবে মাসির বাড়ি তৈরি করা হবে। জগন্নাথ, বলভদ্র ও শুভদ্রার বিগ্রহ থাকবে সেখানে। বিগ্রহের নারায়ণ শিলা নিয়ে যাওয়া হবে মাসির বাড়ির মন্দিরে। সেখানে পুজো করে সাত দিন পর ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen