মাহেশের ঐতিহাসিক রথযাত্রার ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির দাবি

মাহেশের জগন্নাথ মন্দিরের তরফে জেলাশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে।

July 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
মাহেশের ঐতিহাসিক রথযাত্রার ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির দাবি। ছবি সৌজন্যে: wbtourism

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রথযাত্রা। বাংলা তথা দেশের অন্যতম প্রাচীন রথযাত্রা হল মাহেশের রথযাত্রা, এবার সেই হুগলির মাহেশের রথযাত্রাকে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি দেওয়ার দাবি তুললেন মন্দিরের সেবায়েতরা। মাহেশের জগন্নাথ মন্দিরের তরফে জেলাশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে।

মাহেশের রথযাত্রায় বহুবছর ধরে একটি সন্দেশ ভোগ হিসাবে দেওয়া হয়। স্থানীয় এক মিষ্টান্ন বিক্রেতা ওই বিশেষ ধরণের সন্দেশ তৈরি করেন। বিশেষ রকমের সন্দেশটির জিআই ট্যাগের দাবিও জানাচ্ছেন মন্দির কর্তৃপক্ষ। মাহেশ জগন্নাথ মন্দিরে ৬২৮ বছর ধরে একই দারুমূর্তিতে জগন্নাথদেবের পুজো চলছে। যা অনন্য। জগন্নাথের ভোগের মিষ্টিও বিশেষ বৈশিষ্টর। সে’কারণেই ইউনেস্কোর স্বীকৃতি ও জিআই ট্যাগের জন্য আবেদন করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen