ধর্ষণের অভিযোগে সিপিআইএম বিধায়কের বিরুদ্ধে আন্দোলনে মহিলা কংগ্রেস

মুকেশের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নেমেছেন কংগ্রেস মহিলা কর্মীরা।

September 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত সপ্তাহ থেকে মালয়ালি চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ উঠতে শুরু করেছে। সেই তালিকায় রয়েছেন কেরলের সিপিএম বিধায়ক তথা অভিনেতা মুকেশ পাশে। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

মুকেশের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নেমেছেন কংগ্রেস মহিলা কর্মীরা। তাঁরা অভিনেতার পদত্যাগের দাবি জানাচ্ছেন। সিপিআই রাজ্য সম্পাদক বিনয় বিশ্বম বৃহস্পতিবার সিএম পিনারাই বিজয়নের সঙ্গে দেখা করে বিধায়ক মুকেশের পদত্যাগ দাবি করেছেন।

এদিকে সাজি চেরিয়ানের গঠিত চলচ্চিত্র নীতি কমিটি থেকে অভিনেতাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি মুকেশের বিরুদ্ধে এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কিছুদিন আগেই তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। আজ বিধায়কের পদত্যাগের দাবিতে পথে নেমেছেন কংগ্রেসের মহিলা কর্মীরা। পুলিশ মহিলাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen