সাজানো নিউটাউন নিয়ে উচ্ছ্বসিত মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১০: মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পাল্টে গিয়েছে কলকাতা। সৌন্দর্যায়নের নিরিখে দেশের যে কোনও শহরকে টেক্কা দিচ্ছে মহানগরী। রাস্তা, আলো, সুউচ্চ বহুতল, বাজার, শপিং মল, বিনোদন পার্ক সব মিলিয়ে নিউটাউন নতুন গল্প লিখছে। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রার নজর এড়ায়নি নিউটাউন। রবিবার সমাজ মাধ্যমে নিউটাউনের কথা তুলে ধরেছেন তিনি। নিউটাউনের উচ্ছ্বসিত প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
X হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘নিউটাউনের কথা শুনে আমি একটু অবাক হয়েছিলাম। তার কারণ, আমি বহু বছর কলকাতায় আসিনি। কলকাতার এক বন্ধুর সঙ্গে কথা বলতে গিয়ে তখনই গোটা পরিকল্পনার কথা জানতে পারি। এমন একটি শহর, যা নবজাগরণের পীঠস্থান। পর্যটকদের কাছে আরও আকর্ষণীয়।’’
‘ইন্ডিয়ান জেমস’-র একটি ভিডিও পোস্ট করেছেন আনন্দ মাহিন্দ্রা। ভিডিওতে দেখা যাচ্ছে, ঝাঁ চকচকে রাস্তা, উড়ালপুল, বহুতল, রাস্তার উপরে কোথাও আল্পনা দেওয়া, কোথাও স্কেটিং রিং—নিউটাউনের ছবি। ‘ইন্ডিয়ান জেমস’ নিয়ে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘‘এটি কলকাতার নিউটাউনের ২০ হাজার একরজুড়ে বিস্তৃত। যা সরকারি সংস্থা দ্বারা তৈরি এবং রক্ষণাবেক্ষণ করা হয়েছে। রাস্তাঘাটগুলি এখন খানাখন্দ মুক্ত, ধুলোহীন। প্রশস্ত ফুটপাত। বৃক্ষরোপন করা হয়েছে।’’
I was also very pleasantly surprised to hear about Newtown.
Perhaps because I have not been back to Kolkata for years.Spoke to a friend from Kolkata who confirmed the quality of its planning and spaces…
A city that deserves a renaissance, and deserves more attention from… https://t.co/azNEisSCVu
— anand mahindra (@anandmahindra) November 23, 2025
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসে দেশের প্রথম সারির শিল্পপতিরা জানিয়ে গিয়েছেন, দেশের উন্নয়নের মানচিত্রে কলকাতা আলাদা জায়গা করে নিয়েছে। তৃণমূল বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে কলকাতা দেশের নিরাপদতম শহরের তকমা পেয়েছে। শহরকে সাজিয়ে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মা উড়ালপুলের ছবিকে নকল করতে হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের যোগী সরকারকে। দেশের শিল্পপতি, উদ্যোগপতিদের নজর কাড়ছে মমতার হাত ধরে বদলে যাওয়া কলকাতা। তাঁরাই বলছেন বিনিয়োগের সেরা ঠিকানা হল বাংলা।