মহুয়ার স্বস্তি, শুক্রবার দিল্লি হাইকোর্টে খারিজ লোকপালের নির্দেশ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩০: স্বস্তি পেলেন সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। সিবিআইকে মহুয়ার বিরুদ্ধে চার সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দিতে বলেছিল লোকপাল (Lokpal)। লোকপালের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাংসদ। আজ, শুক্রবার দিল্লি হাইকোর্ট লোকপালের নির্দেশ খারিজ করে দিয়েছে।
আজ, শুক্রবার দিল্লি হাইকোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ জানিয়েছে, লোকপালের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কিছু ভ্রান্তি ছিল। লোকপালকে বিষয়টি পুনর্বিবেচনা করে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে দিল্লি উচ্চ আদালত।
উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করে লোকপালের দপ্তরে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে। তারপর ১২ নভেম্বর লোকপালের সম্পূর্ণ বেঞ্চ সিবিআইকে চার্জশিট দেওয়ার অনুমতি দেয়। চার সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দিতে নির্দেশ দেয় সংশ্লিষ্ট আদালতে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। আদালতে লোকপালের নির্দেশ বাতিলের আবেদন জানিয়েছিলেন তিনি। নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশও চান তিনি। মহুয়ার আর্জি ছিল, যতদিন বিষয়টি দিল্লি হাইকোর্টে বিচারাধীন, ততদিন সিবিআই যেন তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না-করে, তা নিশ্চিত করা হোক। ২১ নভেম্বর লোকপালের নির্দেশে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি দিল্লি হাইকোর্ট। রায়দান স্থগিত রাখা হয়। আজ, শুক্রবার দুই বিচারপতির বেঞ্চ লোকপালের চার্জশিট সংক্রান্ত নির্দেশ খারিজ করে দিয়েছে।