গীতাপাঠের দিন একাধিক প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ, FIR-র প্রেক্ষিতে গ্রেপ্তার তিন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: কেবল একজন নয়, গীতাপাঠের দিন অর্থাৎ রবিবার ব্রিগেডে দুই প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধর করা হচ্ছে বিক্রেতাদের। এমনকী বিক্রেতাদের বাক্স থেকে সব প্যাটিস ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে। তাঁদের কান ধরে উঠবস অবধি করানো হয়েছে, এমনই দেখা গিয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি। এই ঘটনায় ময়দান থানায় দুটি FIR দায়ের হয়েছে। দুই বিক্রেতাই অভিযোগ জানিয়েছেন। ময়দান থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
রবিবার ব্রিগেডে গীতাপাঠের কর্মসূচি ছিল। রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিজেপির শীর্ষস্থানীয় নেতারা হাজির হন সেখানে। অভিযোগ, ব্রিগেডে দু’জনকে চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধর করেছে হিন্দুত্ববাদী তথা গীতাপাঠের আয়োজকেরা। ভিডিওয় দেখা গিয়েছে, ব্রিগেডের ময়দানে ঘুরে ঘুরে প্যাটিস বিক্রি করছিলেন এক বিক্রেতা। তাঁকে ঘিরে ধরেন কয়েকজন, বিক্রেতাকে কান ধরে উঠবসও করানো হয়। ময়দান থানায় অভিযোগ করেছেন দুই প্যাটিস বিক্রেতা মহম্মদ সালাউদ্দিন এবং শেখ রিয়াজুল।
বছর পঞ্চাশের রিয়াজুল হুগলির আরামবাগের বাসিন্দা। দীর্ঘদিন তিনি ব্রিগেড ও নানান জায়গায় প্যাটিস বিক্রি করেন। তাঁর অভিযোগ, ৭ ডিসেম্বর দুপুর ১টা নাগাদ ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন তিনি। তখন কয়েকজন তাঁকে চড়, ঘুষি মেরেছেন। আরও অভিযোগ, বাক্সে থাকা ৩০০০ টাকার খাবার নষ্ট করা হয়েছে। মারধরে আহত হয়ে SSKM-এ যান তিনি। আর এক অভিযোগকারী সালাউদ্দিনের বয়স ৬০ বছর। তিনি কলকাতার তপসিয়ার বাসিন্দা। FIR-এ তিনি জানিয়েছেন, রবিবার দুপুরে ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রির সময় হেনস্থার শিকার হয়েছেন। তাঁকেও মারা হয়েছে বলে অভিযোগ। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৮৯ (২), ১২৬ (২), ১১৫ (২), ২৯৯, ৩৫১ (৩), ৩২৩ (২) ধারায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে ময়দান থানা। ধৃতদের নাম সৌমিক গোলদার, স্বর্ণেন্দু চক্রবর্তী এবং তরুণ ভট্টাচার্য।