উঠিয়ে ফেলে দেব বলছে, ভদ্রতা বজায় রাখুন- অমিত শাহকে আক্রমণ মমতার

মুখ্যমন্ত্রী বলেন, কিছু কিছু রাজনৈতিক দল নিয়ম লঙ্ঘন করছে। অতিমারী নিয়ম মানছে না।

November 5, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

কেউ কেউ অতিমারী নিয়ম মানছে না বলে নাম না করে বিজেপি ও অমিত শাহকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, কিছু কিছু রাজনৈতিক দল নিয়ম লঙ্ঘন করছে। অতিমারী নিয়ম মানছে না।

মমতা বলেন, ‘রাজ্য সরকারকে বাদ দিয়ে এজেন্সির মাধ্যমে বিরক্ত করা হচ্ছে। নির্বাচিত সরকারকে ডিঙিয়ে এসব করা যায় না। ‘হুমকি দিচ্ছে, অফিসারদের বউদের বদলি কর দেব বলা হচ্ছে। বলা হচ্ছে আয়কর ধরিয়ে দেব, ভিজিল্যান্স ধরাব। রাজ্যের অফিসরদের বলছি ভয় পাবেন না।’

বুধবার বিকেলে রাজ্যে তিনদিনের সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন বাঁকুড়ায় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। বিধানসভা ভোটের আগে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সরকারকে তুমুল আক্রমণ করেছেন।

এপ্রসঙ্গে নাম না করে অমিত শাহের (Amit Shah) মন্তব্যের প্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘উঠিয়ে ফেলে দেব বলছে, ভদ্রতা বজায় রাখুন। বহিরাগতদের বাংলা মেনে নেবে না, ছেড়ে কথা বলবে না।’

বিজেপির কর্মসূচিকে আক্রমণ করে মমতা (MamataBanerjee) বলেন, ‘দায়িত্বজ্ঞানহীনের মতো মিছিলে সংক্রমণ বাড়ছে।’

মুখ্যমন্ত্রী বলেন, “মহামারী আইন ভাঙছে একটি রাজনৈতিক দল।” এছাড়া এদিন আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য কেন্দ্র সরকারের ক্ষমতায় হস্তক্ষেপ না করলেও কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ তাঁর। মুখ্যমন্ত্রীর কথায়, “লক্ষণের গণ্ডিরেখা যেন কেউ আমরা হস্তক্ষেপ না করি সেদিকে খেয়াল রাখতে হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen