গোয়ায় তৃণমূলের নতুন ট্রাম্প কার্ড ‘মাঝে ঘর মলকি হক’

এই প্রকল্পের জন্য ৩০০০ জন স্বেচ্ছাসেবকের একটি দল বাড়ি বাড়ি গিয়ে জরিপ করবে।

January 11, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

গোয়াবাসীর জন্যে ভোটের আগে বড় ঘোষণা করল তৃণমূল। গোয়ায় তৃণমূলের নতুন ট্রাম্প কার্ড ‘মাঝে ঘর মালকি হক’ প্রকল্প। অর্থাৎ আমার বাড়ি, আমার অধিকার।

১৯৭৬ বা তার আগে থেকে গোয়ায় বসবাস করছে, এইরকম ৫০,০০০ গৃহহীন পরিবারকে ভর্তুকিতে বাড়ি বানিয়ে দেওয়ার ঘোষণা করল তৃণমূল। গোয়ায় তৃণমূলের জোট সরকার গঠনের ২৫০ দিনের মধ্যেই এই জমির পাট্টা বাসিন্দাদের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

এই প্রকল্পের জন্য ৩০০০ জন স্বেচ্ছাসেবকের একটি দল বাড়ি বাড়ি গিয়ে জরিপ করবে। সেখান থেকে খুঁজে বের করা হবে ৫০,০০০ প্রকৃত গৃহহীন পরিবারকে।

প্রকল্পটির মাধ্যমে তৃণমূলের জোট সরকার ভূমির অধিকার দিতে চায় গোয়াবাসীকে। এর ফলে উপকৃত হবে গোয়ার ৬০ শতাংশ বাসিন্দা, এমনটাই দাবি ঘাসফুল শিবিরের। বলাইবাহুল্য তৃণমূলের এই নতুন ঘোষণা ভোটের মঞ্চে অনেকটাই ধরাশায়ী করতে সক্ষম হবে গেরুয়া শিবিরকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen