চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় বড়সড় দুর্ঘটনা, ভেঙে পড়ল ৭৫ ফুটের প্রতিমা, আহত ৭

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৭: মঙ্গলবার দুপুরে চন্দননগরের কানাইলালপল্লিতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৭৫ ফুট উচ্চতার ফাইবারের তৈরি জগদ্ধাত্রী প্রতিমা। সঙ্গে ভেঙে পড়ে মণ্ডপের একাংশও। ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের চন্দননগর (Chandannagar) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
চন্দননগর জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja) জন্য ঐতিহ্যবাহী। সপ্তমীর দিন সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় ছিল মণ্ডপে। হঠাৎ দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন ঘটে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’-র (Cyclone Montha) প্রভাবে দক্ষিণবঙ্গে (South Bengal) শুরু হয় ঝড়বৃষ্টি। সেই সময়েই ঘটে যায় বিপর্যয়। বিশাল আকৃতির প্রতিমা ও মণ্ডপের একাংশ ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
দুর্ঘটনার সময় বহু দর্শনার্থী মণ্ডপে উপস্থিত ছিলেন। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী, দমকল ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। মণ্ডপের নিচে কেউ আটকে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ওই মণ্ডপ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।