মঙ্গলবার মকর সংক্রান্তি, গঙ্গাসাগরে পুণ্যস্নানের সময় জানেন?

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা, পুণ্যার্থীরা ভিড় জামাতে আরম্ভ করেছেন।

January 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা, পুণ্যার্থীরা ভিড় জামাতে আরম্ভ করেছেন। জানুয়ারি মাসের ১৭ তারিখ পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তি শুরু হচ্ছে, ১৪ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার দুপুর ২ টো ৫৮ মিনিট থেকে।

পুণ্যস্নানের সময় শুরু হচ্ছে মঙ্গলবার সকাল ৬ টা ৫৮ মিনিট থেকে। যা চলবে পরদিন ১৫ জানুয়ারি সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। গঙ্গাসাগরে স্নান করে মানুষ কপিলমুনির আশ্রমে পুজো দেন।
কপিলমুনির আশ্রমের পৌরাণিক গুরুত্ব অপরিসীম।

মকরের স্নান করতে যে কেবল গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রম নিকটস্থ সমুদ্রে যে যেতেই হবে, এমন নয়। পুণ্যসময় দেখে যেকোনও নদীতে স্নান করা যেতে পারে। এই সময়ে কুম্ভ মেলাও পড়েছে। স্নান সেরে অশেষ পুণ্য লাভ করতে পারেন ভক্তেরা। তবে, গঙ্গাসাগর হোক বা কুম্ভ, স্নানের নিয়ম রয়েছে। গঙ্গাসাগরে স্নান করলে তিন বার ডুব দেওয়ার কথা বলা হয়, আর কুম্ভে স্নান করলে পাঁচবার ডুব দিতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen