‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প চীনা পণ্যের বাজারকে আটকে রাখতে পারছে না, বলছে সমীক্ষা রিপোর্ট

দশবছরে বৃদ্ধির হার নামমাত্র। অথচ এর উল্টো ছবি আমদানির ক্ষেত্রে। বলছে ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল।

December 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
গ্রাফিক: মানস মোদক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী হন ২০১৪ সালের মে মাসে। চীনা পণ্যের বাজার রুখতে দেশীয় পণ্য উৎপাদনের উপর জোর দিয়েছে মোদী সরকার। ২০১৩-১৪ অর্থবর্ষে চীনে মোট পণ্য রপ্তানির অঙ্ক ছিল ১,৪৮০ কোটি মার্কিন ডলার। ২০২৩-২৪ অর্থবর্ষে সেই অঙ্ক পৌঁছেছে ১,৬৭০ কোটি ডলারে। অর্থাৎ দশবছরে বৃদ্ধির হার নামমাত্র। অথচ এর উল্টো ছবি আমদানির ক্ষেত্রে। বলছে ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল।

তাদের হিসেব, যেখানে ২০১৩-১৪ অর্থবর্ষে চীন থেকে পণ্য আমদানির অঙ্ক ছিল ৫,১০০ কোটি ডলার, গত অর্থবর্ষে তা ১০,১৭০ কোটি ডলারে পৌঁছেছে। অর্থাৎ বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, ভারত কোনোভাবেই চীনা পণ্যের বাজার এখানে রুখতে পারেনি।

ক্রেডিট রেটিং সংস্থাটি বলছে, অন্যদিকে, আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারত রয়েছে সুবিধাজনক অবস্থানে। ক্রিসিলের হিসেব, দশবছর আগে যেখানে আমেরিকায় পণ্য রপ্তানির অঙ্ক ছিল ৩,৯১০ কোটি ডলার, তা বেড়ে এখন ৭,৭৫০ কোটিতে পৌঁছেছে। অন্যদিকে আমদানি ২,২৫০ কোটি থেকে বেড়ে হয়েছে ৪,২২০ কোটি ডলার। মোট কথা, এদেশে মার্কিন মুলুক থেকে যে পরিমাণ পণ্য আমদানি হয়েছে, তার চেয়ে বেশি পণ্য গিয়েছে সেদেশে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen