ক্ষতের ওপর পড়ল সেলাই, হাসপাতাল থেকে ছাড়া পেলেন মালাইকা

গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ভরতি হতে হয়েছিল মালাইকা আরোরাকে।

April 4, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: মালাইকা আরোরা ও অর্জুন কাপুর

গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ভরতি হতে হয়েছিল মালাইকা আরোরাকে। অবশেষে সুস্থ হয়ে রবিবার বাড়ি ফিরলেন বলিউড ডিভা। শোনা যাচ্ছে, হাসপাতাল থেকে বয়ফ্রেন্ড অর্জুন কাপুরের সঙ্গেই বের হন তিনি।

ঠিক কী হয়েছিল টিনসেল টাউনের ‘ঝাঁইয়া ঝাঁইয়া’ গার্লের? জানা গিয়েছে, মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে খোপোলির কাছে তাঁর গাড়িটি দুটি গাড়ির মাঝখানে পড়ে যায়। তখনই নাকি চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। ফলে গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে সামনে দাঁড়িয়ে থাকা তিনটে গাড়িকে। অত্যন্ত জোরে ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। তাতেই আহত হন মালাইকা (Malaika Arora)। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্ষত স্থানে কয়েকটি সেলাইও পড়েছে তাঁর। তবে গাড়ির ভিতর মাথায় বালিশ থাকায় মাথায় ভাগ্যক্রোমে কোনও চোট পাননি।

তবে শনিবার রাতটা হাসপাতালেই কাটান তিনি। এদিন সকালে তাঁকে ছুটি দেওয়া হয়। মালাইকার বোন অমৃতা আরোরা জানিয়েছেন, দিদি এখন ভাল আছেন। একদম স্থিতিশীল। এবার বাড়িতেই বিশ্রাম নেবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে হাসপাতাল থেকে গাড়িতে চেপে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে অর্জুনকে (Arjun Kapoor)। অনেকেই বলছেন, সে সময় মালাইকাকে নিয়েই ফিরছিলেন তিনি। শনিবারের দুর্ঘটনায় এফআইআর দায়ের করে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে জানিয়েছে পুলিশ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা অরোরা জানিয়েছিলেন, তিনি এক কন্যা সন্তান দত্তক নিতে চান। তাঁর এই ইচ্ছে বহুদিনের। সেই সাক্ষাৎকারের পর গুঞ্জন শোনা গিয়েছিল, অর্জুনের সঙ্গে বিয়ে করার পরই নাকি মেয়ে সন্তান দত্তক নিতে চান মালাইকা! যদিও এখনও পর্যন্ত বিয়ের দিনক্ষণ ঠিক করেননি মালাইকা-অর্জুন বলেই খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen