এবছর দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল

September 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: ভারতীয় সিনেমায় অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে এ বার দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মালয়ালম মেগাস্টার মোহনলাল (Mohanlal)। শনিবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে।

 

২০২৩ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার (Dadasaheb Phalke Award) পাচ্ছেন তিনি। তথ্য সম্প্রচার মন্ত্রক এক্স হ্যান্ডেলে লিখেছে, “মোহনলালের অসাধারণ সিনেসফর দুই প্রজন্ম ধরে অনুপ্রাণিত করে আসছে। ভারতীয় সিনেমায় প্রশংসনীয় অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা, পরিচালক তথা প্রযোজককে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হচ্ছে।”

আগামী ২৩ সেপ্টেম্বর ৭১তম জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে মোহনলালের হাতে তুলে দেওয়া হবে এই সম্মান।

 

সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের জগতে সক্রিয় মোহনলাল। দক্ষিণী থেকে হিন্দি- সব মিলিয়ে সাড়ে তিনশোর বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। কেরল থেকে শুরু করে তামিল, তেলুগু, কন্নড় এবং হিন্দি সিনেমার পর্দায় একের পর এক চরিত্রকে জীবন্ত করে তুলেছেন।

 

এর আগে সেরা অভিনেতা হিসেবে দু’বার জাতীয় পুরস্কার পেয়েছেন মোহনলাল। দর্শক ও সহকর্মীদের কাছে তিনি প্রিয় ‘লালেত্তান’। অভিনয়ের মুন্সিয়ানায় তিনি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। তাই ভারতীয় সিনেদুনিয়ার সর্বোচ্চ সম্মানে এবার তাঁর ভূষিত হওয়াটাই যেন সময়ের দাবি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen