Malegaon Blast Case: ৬ জন মানুষকে তাহলে হত্যা করল কে? প্রশ্ন ওয়েইসির

৬ নামাজির মৃত্যু হয়েছিল বিস্ফোরণে, ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন। নির্দিষ্ট ধর্মের মানুষ বলেই তাঁদের টার্গেট করা হয়েছিল।

July 31, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৯: মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর সহ ৭ অভিযুক্তকে আজ বেকসুর খালাস ঘোষণা করেছে NIA-র বিশেষ আদালত। আদালত জানিয়েছে, প্রমাণে অভাবে ছেড়ে দেওয়া হচ্ছে অভিযুক্তদের। এই রায় ঘোষণা হতেই এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির প্রশ্ন, “৬ জন মানুষকে তাহলে হত্যা করল কে?”

২০০৮-র মালেগাঁও বিস্ফোরণের ১৭ বছর পর বৃহস্পতিবার রায় ঘোষণা করে এনআইএ বিশেষ আদালত। প্রমাণের অভাবে সাত অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুর, কর্নেল প্রসাদ, মেজর রমেশ উপধ্যায়, সুধাকর চতুর্বেদী, অজয় রাহিরকর, সুধাকর ধার দ্বিবেদী ওরফে আলিয়াস শংকরাচার্য এবং সমীর কুলকার্নিকে বেকসুর খালাস ঘোষণা করেন বিচারক। ওয়েইসি বলেন, “মালেগাঁও বিস্ফোরণ মামলার রায় হতাশাজনক। ৬ নামাজির মৃত্যু হয়েছিল বিস্ফোরণে, ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন। নির্দিষ্ট ধর্মের মানুষ বলেই তাঁদের টার্গেট করা হয়েছিল। ইচ্ছাকৃতভাবে নিম্নমানের তদন্ত এবং সরকারি কৌশলীই এই খালাসের জন্য দায়ী।”

কেন্দ্রে ও রাজ্যের বিজেপি সরকারকে কটাক্ষ করে ওয়েইসি বলেন, “বিস্ফোরণের ১৭ বছর পর প্রমাণের অভাবে আদালত সব অভিযুক্তকে খালাস করে দিল। মুম্বই ট্রেন বিস্ফোরণের মামলায় আসামিদের খালাসের পরই যেভাবে রায়ে স্থগিতাদেশ চেয়েছিল মোদী ও ফড়ণবিস সরকার, এই রায়ের রায়ের বিরুদ্ধেও কি তেমন আপিল করা হবে? মহারাষ্ট্রের ‘ধর্মনিরপেক্ষ’ রাজনৈতিক দলগুলি জবাব চাইবে, ৬ জন মানুষকে কে হত্যা করল?”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen