স্বাস্থ্য নিয়ে তৃণমূলকে কটাক্ষ অমিতের, পাল্টা নুসরতের

এরই উত্তরে সাংসদ নুসরত জাহান বলেন, বিজেপির সাংসদরা যে ভাবিজী পাঁপড় খেয়ে করোনা সারানোর নিদান দেন, সেই পাঁপড় অমিত মালব্যর খাওয়া উচিত সুস্থ হওয়ার জন্য।

November 25, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

কয়েক ঘন্টা আগে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কটাক্ষ করেন তৃণমূলকে। তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় আয়ুশ মিশন (National AYUSH Mission) বাবদ পশ্চিমবঙ্গকে ৯৪.৯ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। তার মধ্যে ৪৮.১৭ কোটি টাকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay) খরচ করেন নি।

এরই উত্তরে সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) বলেন, বিজেপির সাংসদরা যে ভাবিজী পাঁপড় খেয়ে করোনা সারানোর নিদান দেন, সেই পাঁপড় অমিত মালব্যর খাওয়া উচিত সুস্থ হওয়ার জন্য।

এরপর তিনি পাল্টা প্রশ্ন করেন অমিত মালব্যকে। তার প্রশ্ন, কেন স্বাস্থ্য খাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিডিপির (GDP) মাত্র ১.১৫ শতাংশ খরচ করছেন?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen