আজ মহানগরের রাস্তায় মমতা-অভিষেক, কোন পথে এগোবে SIR-বিরোধী মহামিছিল?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় (SIR in West Bengal) সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। আমজনতার মধ্যে আশঙ্কা বাড়ছে। শুরু হয়েছে মৃত্যু মিছিল। আজ, মঙ্গলবার থেকে BLO-রা বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম বিলির কাজ শুরু করবেন। আজই পথে প্রতিবাদে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ রেড রোডে বিআর অম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু হবে। তারপর রানি রাসমণি রোড ধরে গিয়ে কেসি দাস মোড় হয়ে মিছিল জোড়াসাঁকো পৌঁছবে। অম্বেদকর ও রবীন্দ্রনাথের সঙ্গে মিছিলের সূচনা ও সমাপ্তি স্থল জুড়ে দিয়ে তৃণমূল বাঙালিয়ানা, মূল্যবোধ, সাংবিধানিক অধিকারকে প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে।
শোনা যাচ্ছে, ২ নভেম্বর শহিদ মিনারে কেন্দ্রীয় সমাবেশ করার পরিকল্পনা ছিল তৃণমূল। ওই দিন জায়গা না-পাওয়ায় সেই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। ঝাঁঝ বাড়াতে SIR শুরু হওয়ার দিনটিকে বেছে নিয়েছে তৃণমূল নেতৃত্ব। মিছিলের মাধ্যমে রাজনৈতিক বার্তা দিতে চলেছে বাংলার শাসক দল।
উল্লেখ্য, SIR-র কাজ চলবে আগামী একমাস ধরে অর্থাৎ ৪ ডিসেম্বর পর্যন্ত। এই একমাসের মধ্যে ফর্মপূরণের কাজ হবে। তার ভিত্তিতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ৯ ডিসেম্বর। সেই তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে তা জানাতে হবে। ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি। তারপরই বাংলায় বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে।