পবিত্র ঈদে রেড রোড থেকে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, রিজওয়ানুরের বাড়িতে মমতা-অভিষেক, দেখুন ভিডিও

রেড রোডের অনুষ্ঠান থেকে পার্ক সার্কাস চলে যান মমতা, অভিষেক।

March 31, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অন্যান্য বছরের মতো এবারেও ঈদের সকালে রেড রোডে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পবিত্র ঈদের শুভেচ্ছা জানান তিনি। এদিন বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “ওরা চায় বিভাজন। সম্প্রীতি বজায় রাখতে হবে। কারও প্ররোচনায় পা দেবেন না।” সোমবার সকাল ৯ টা নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর কথায়, ধর্মের নামে ব্যবসা করে চলেছে এক দল, তা হতে দেওয়া যাবে না। মমতা আরও বলেন, “লাল-গেরুয়া মিশে গিয়েছে। কিন্তু নিশ্চিন্তে থাকুন, কোনও ক্ষতি হতে দেব না। উসকানিতে পা দেবেন না।” সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন অভিষেকও। তাঁর কথায়, “মৃত্যু পর্যন্ত একতা বজায় রাখতে হবে। সবাইকে মিলে মিশে থাকতে হবে। জীবন দিয়ে দেব, আদর্শ থেকে সরব না।”

রেড রোডের অনুষ্ঠান থেকে পার্ক সার্কাস চলে যান মমতা, অভিষেক। পায়ে হেঁটে লাল মসজিদ, সাদা মসজিদ এলাকা ঘোরেন তাঁরা। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে যান। রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদান করেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen