আমি ভাঙা পায়ে লড়তে পারলে আপনারা কেন পারবেন না? বাঘমুন্ডিতে প্রত্যয়ী মমতা
হেলিকপ্টারে যাতে একটানা লম্বা সময় হুইলচেয়ারে বসে থাকতে না হয় সেই জন্য যাত্রাপথ ভাগ করে নিচ্ছেন মমতা। তাই রবিবার তিনি যাবেন দুর্গাপুর পর্যন্ত। সেখানে রাত কাটিয়ে সোমবার দুর্গাপুর থেকে পুরুলিয়া।

নির্বাচনী প্রচারে বেরিয়েই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা। আজ পুরুলিয়ার বাঘমুন্ডিতে একটি জনসভায় হুইলচেয়ারে বসেই বক্তব্য রাখেন মমতা (Mamata Banerjee)। পায়ে চোট লাগলেও কণ্ঠ ছিল তাঁর বলিষ্ঠ, অঙ্গীকার দৃপ্ত আর আক্রমণ চাঁচাছোলা। তিনি বলেন, সৌভাগ্যবশত সেদিন বেঁচে গেছি কোনও রকমে। কেউ কেউ হয়তো ভেবেছিল আমি বেরোতে পারবোনা। কিন্তু আমার যন্ত্রণা থেকেও সাধারণ মানুষের যন্ত্রণা অনেক বেশি। বাংলায় শান্তি রক্ষা করতে হবে।
সাধারণ মানুষের কাছে আবেদন করেন মমতা, ওরা বাইরে থেকে লোক এনে আপনাদের ভোট লুট করবে। আপনাদের ভোট লুট করতে দেবেন না। আমি যদি ভাঙ্গা পায়ে লড়তে পারি আপনারা কেন পারবেন না? যারা এখনো অভিমান করে ঘরে বসে আছেন বাইরে আসুন। লড়াইয়ের সময় লড়তে হবে।
বিজেপিকে সাবধান করে নেত্রী বলেন, তোমরা যতই চেষ্টা করো তোমরা আমার কণ্ঠ রুদ্ধ করতে পারবে না। আমায় আক্রমণ করলে মা-বোনেরা উচিত জবাব দেবে।
মূল্যবৃদ্ধি নিয়েও বিজেপিকে এক হাত নেন মমতা। বলেন, বিজেপি শুধু গ্যাসের দাম পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে যাচ্ছে। সিলিন্ডার মানুষ বিনামূল্যে পাচ্ছেন কিন্তু জ্বালানির দাম এত বেশি যে উজ্জ্বলা এখন আঁধার হয়ে গেছে। বিজেপি ১৫ লাখ টাকা দিয়েছে? না। শুধু ভাওঁতা। গত দুবছর সাংসদ কোনও কাজ করেছে? না।
মমতার সাফ কথা, টাকা দিয়ে মনুষত্ব বিক্রি হবে না। বিজেপি এত টাকা কোথা থেকে পেলে? ৬ বছর ক্ষমতায় থেকে ব্যাংক বিক্রি করে দিচ্ছে। কয়লা শিল্প বিক্রি করে দিচ্ছে, স্টিল বন্ধ, রেল, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে। আদর্শ নষ্ট হলে সব নষ্ট হয়ে যায়। আমরা গরিব হতে পারি। কিন্তু আমরা মাথা নত করি না। কংগ্রেস সিপিএম কেউ না। জগাই, মাধাই, গদাই – বাংলাতে স্থান নেই।