বাঁকুড়ার আদিবাসী গ্রামে আবারও চেনা চেহারায় মমতা

অমিত শাহের সফরে বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান বিতর্ককেও সোমবার ফের তোলেন মুখ্যমন্ত্রী।

November 23, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাঁকুড়া সফর চলাকালীন সোমবার মুকুটমণিপুর থেকে খাতড়ায় যাওয়ার পথে হঠাৎ সর্দারপাড়ার আদিবাসী গ্রামে থেমে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। গাড়ি থেকে নেমে সটান গ্রামবাসীদের কাছে চলে যান মুখ্যমন্ত্রী। একটি কোলের বাচ্চাকে আদর করেন। একটি কোলের বাচ্চাকে আদর করেন। মুখ্যমন্ত্রীকে দেখে গ্রামবাসীদের ভিড় ঘিরে ধরে তাঁকে।

খাটিয়ায় বসেই সবার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। জানতে চান, কী জলটা ঠিকঠাক আসছে তো? বিনা পয়সায় রেশন, কন্যাশ্রী পাচ্ছেন তো? মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে অনেকেই সমস্যার কথা জানান। কেউ বলেন, আমাদের ঘরটা এখন হয়নি, মুখ্যমন্ত্রী বলেন, এবছরই ১০ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে। তাঁরাও বাড়ি পাবেন। যাদের মাটির বাড়ি তাঁদের জন্য আগে ব্যবস্থা করা হবে, জানো তো টাকার খুব অভাব সরকারের, ধীরে ধীরে সব হবে, করে দেব।

অমিত শাহের (Amit Shah) সফরে বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান বিতর্ককেও সোমবার ফের তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, একটা মূর্তিতে মালা দিয়েছে। আপনারা বললেন, ওটা বীরসার মূর্তি নয়। শিকারির মূর্তি। আমি শিকারিকে সম্মান জানাই। মিথ্যে কথা বলবে কেন। বিদ্যাসাগরের মূর্তি ভাঙবে। বিরসা বলে আরেকজনের গলায় মালা দেবে। এটা হবে না। আপনারা অপমান করেছেন। এখানে বিরসা মুন্ডার মূর্তি তৈরি করে দেব। এরপর বিরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিনেও রাজ্যে ছুটি থাকবে। তাকে সম্মান জানিয়ে এই কাজ করতে চাই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen