একচল্লিশ শতাংশ নয়, অর্থ কমিশনের বৈঠকে করের আধাআধি ভাগের পক্ষে সওয়াল মমতার

বৈঠকে অর্থ কমিশনের কাছে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন।

December 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৪১ শতাংশ নয়, করের টাকা আধাআধি ভাগ চাই, মঙ্গলবার নবান্নে অর্থ কমিশনের বৈঠকে এমনই দাবি তোলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কেন্দ্রের করের অর্থের ৪১ শতাংশ পায় রাজ্য। যা বাড়িয়ে ৫০ শতাংশের দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী। অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে বিরোধীরাও ৫০ শতাংশের দাবি তুলেছেন বলে জানা যাচ্ছে।

বৈঠকের পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ কমিশনে প্রতিনিধিরা। তাঁরা জানান, বেশিরভাগ রাজ্যই করের ৫০ শতাংশ চেয়েছে। কমিশনের তরফে আরও জানানো হয়, এখনও পর্যন্ত ১৩ টি রাজ্যে তাঁরা গিয়েছেন, সকলেই কমবেশি এই দাবি তুলেছে। তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন। এদিন কেন্দ্রের বকেয়া নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। বিষয়টি এক্তিয়ারভুক্ত নয় বলে এড়িয়ে গিয়েছেন প্রতিনিধিরা।

মঙ্গলবার দুপুর নবান্নে দিল্লি থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে চলে বৈঠক। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন ১২ জন মন্ত্রী। বিকেলে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে অর্থ কমিশন। সিপিএমের মহম্মদ সেলিম, বিজেপির শংকর ঘোষেরা ছিলেন সেখানে। তাঁরাও করের অর্থের ৪১ শতাংশের বদলে ৫০ শতাংশ টাকা দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

বৈঠকে অর্থ কমিশনের কাছে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন। জানান, বিভিন্ন খাতে কেন্দ্রীয় বকেয়া মিলছে না। সেই টাকা পেলে সামাজিক প্রকল্পগুলি ভালোভাবে করা যাবে। অর্থ কমিশনের তরফে এ বিষয়ে জানানো হয়েছে, তাঁরা শুধুমাত্র করের অর্থের বিষয়টি দেখভাল করেন। কেন্দ্রীয় বকেয়া বা কেন্দ্র থেকে প্রাপ্ত টাকা রাজ্যকে দেওয়া তাঁদের আওতাভুক্ত নয়। কেন্দ্রের কাছে রাজ্যের এ বার্তা পৌঁছে দেবেন বলে আশ্বাস দেন প্রতিনিধিরা। এবার কমিশনের কাছে নগরায়নে অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। ভাঙন, ধস কবলিত এলাকাগুলিতে বেশি টাকা দেওয়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen