রাজপথে মমতা-অভিষেক, ফর্ম নিয়ে বাড়ি বাড়ি BLO-রা, রঞ্জিতে তিন পয়েন্টের লক্ষ্যে বাংলা, ICC-র বৈঠক ও এশিয়া কাপ ট্রফি-বিতর্ক, দিনভর কোন কোন খবরে নজর থাকবে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,০৮:৩০: আজ মঙ্গলবার, সকালেই জেনে নিন কোন কোন খবরের দিকে দিনভর নজর রাখবেন।
SIR ইস্যুতে আজ পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
SIR আতঙ্কে শুরু হয়েছে মৃত্যু মিছিল। অভিযোগ, এখনও অবধি ছ’জনের মৃত্যু হয়েছে। যার প্রতিবাদে আজ পথে নামছে তৃণমূল। মিছিলে নেতৃত্ব দেবেন মমতা ও অভিষেক।
আজ দুপুর দেড়টায় রেড রোডে বিআর আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হবে তৃণমূল কংগ্রেসের মিছিল। জোড়াসাঁকোয় শেষ হবে পদযাত্রা। SIR নিয়ে দলনেত্রী ও সাধারণ সম্পাদকের বক্তব্যে কী বার্তা উঠে আসে, সেদিকেই নজর থাকবে।
বাড়ি বাড়ি যাবেন BLO-রা
নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে শুরু হয়েছে SIR প্রক্রিয়া, যার গুরুত্বপূর্ণ অংশ এনিউমারেশন ফর্ম পূরণ। আজ থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে BLO-রা ফর্ম পূরণ শুরু করবেন।
রঞ্জি ট্রফিতে তিন পয়েন্টের লক্ষ্যে বাংলা
প্রথম ইনিংসে বাংলার ৩৩৬ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ত্রিপুরা ৭ উইকেটে ২৭৩ রান তুলেছে। এখনও ৬৩ রানে পিছিয়ে তারা। শামি ১৯ ওভার বল করেও উইকেট পাননি। বাংলার বোলাররা কি তিন পয়েন্ট এনে দিতে পারবেন? নাকি এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে বাংলাকে?
আরও এক নিম্নচাপ
ঘূর্ণিঝড় মান্থার প্রভাব কাটতে না-কাটতে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। যদিও এই নিম্নচাপ অঞ্চলের কোনও প্রভাব পড়বে না বাংলার উপর উপর। উত্তর ও দক্ষিণে এখন শুষ্ক আবহাওয়া থাকবে। নিম্নচাপ কি শীতের বাধা হয়ে দাঁড়াবে?
ICC-র বৈঠক: এশিয়া কাপ ট্রফি বিতর্কের ফয়সালা হবে কি?
আজ দুবাইয়ে ICC-র বৈঠক শুরু। এই বৈঠকেই এশিয়া কাপের ট্রফি বিতর্কের অবসান হতে পারে। BCCI সেদিকেই তাকিয়ে রয়েছে। ভারত চ্যাম্পিয়ন হলেও ট্রফি এখনও হাতে পায়নি ভারতীয় দল। পাকিস্তান বোর্ডের প্রধান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেবেন না-বলে ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন ভারতীয় ক্রিকেটাররা। যা ঘিরে বিতর্কের শেষ নেই। আজ কি বিতর্ক মিটবে? সূর্যরা ট্রফি পাবেন? সে’খবরে নজর থাকবে।
হাইকোর্টের অনুমতি পেয়ে মিছিল BJP-র
বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ থেকে শর্তসাপেক্ষে অনুমতি মিলেছে। সোদপুরে মিছিল করবেন বিরোধী দলনেতা।