ষড়যন্ত্র করে বাংলাকে ভাসানোর পরিকল্পনা করছে কেন্দ্র: মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন গত কয়েক বছরের তুলনায় এবার কয়েক গুণ বেশি পরিমাণ জল ছেড়েছে DVC.

August 4, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫৫: DVC জল ছাড়াই একের পর এক ভাসছে বাংলার গ্রামগুলি। দিনকয়েক আগেই বোলপুর থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘এনাফ ইজ় এনাফ! এ বার এক বছরের সময়সীমা দেওয়া হচ্ছে, কথা না শুনলে আমরা ডিভিসির বাঁধের সামনেই আরেকটা বাঁধ করে দেবো।’ কিন্তু সেকথায় কর্ণপাত করা তো দূর আরো বেশি করে জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)।

মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন গত কয়েক বছরের তুলনায় এবার কয়েক গুণ বেশি পরিমাণ জল ছেড়েছে DVC.

তথ্য বলছে:

•২০২৪ সালের জুন ও জুলাই মাসে DVC থেকে জল ছাড়া হয়েছে: ৪,৫৩৫ লক্ষ কিউবিক মিটার
•২০২৫ সালের জুন ও জুলাই মাসে DVC থেকে জল ছাড়া হয়েছে: ৫০,২৮৭ লক্ষ কিউবিক মিটার

অর্থাৎ, ২০২৪ সালের তুলনায় এ বছর DVC-র জল ছাড়ার পরিমাণ ১১ গুণ বেড়েছে, ২০২৩ সালের তুলনায় বেড়েছে ৩০ গুণ!!

মুখ্যমন্ত্রী লিখেছেন, “এই বছর বিপুল পরিমাণ জল (যা নজিরবিহীন) ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিধ্বস্ত, বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়েছে, প্রচুর বাঁধ ভেঙেছে, অসংখ্য রাস্তা ভেঙেছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন।”

মুখ্যমন্ত্রীর অভিযোগ, “দক্ষিণবঙ্গে বন্যা ঘটানোর জন্য এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা। এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বাংলাকে বিপদে ফেলার জন্য এটা আরো বেশি বেশি করে ঘটাতে থাকা ম্যান-মেড বিপর্যয়। স্পষ্টতই, কেন্দ্রের দ্বারা পরিচালিত এই সংস্থাটি ক্রমশ আরও বেশি বাংলা-বিরোধী হয়ে উঠছে। সারা ভারতে কেন্দ্রীয় সরকার যে বাংলা-বিরোধী পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, তার সঙ্গে সাযুজ্য রেখে এই পরিস্থিতিকে দেখতে হবে। বাংলায় বন্যা পরিস্থিতি তৈরীর জন্য জল ছাড়ার পরিমাণ যেভাবে ক্রমাগত বাড়ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। আমি স্পষ্টই এর মধ্যে গভীর ষড়যন্ত্র দেখতেপাচ্ছি! অবিলম্বে এসব বন্ধ হওয়া দরকার।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen