মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ঘিরে তৎপরতা তুঙ্গে বাঁকুড়ায়

মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে তাই তৎপর প্রশাসন। নভেম্বর মাসের ৫ তারিখ জেলা সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

November 19, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাঁকুড়ায় দুদিনের প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসন সূত্রে খবর, ২৪ এবং ২৫ নভেম্বর বাঁকুড়া জেলার কর্মসুচী সারবেন তিনি। প্রথম দিন অর্থাৎ ২৪ নভেম্বর প্রশাসনিক বৈঠক এবং দ্বিতীয় দিন, ২৫ নভেম্বর জনসভা করবেন তিনি। জেলা তৃণমূল (Trinamool) সুত্রে জানা গেছে জঙ্গলমহলের মুকুটমণিপুরে ২৪ নভেম্বর জেলা প্রশাসনের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ নভেম্বর বাঁকুড়া ১নম্বর ব্লকের শুনুকপাহাড়ী হাটের মাঠে মিটিং সারবেন তিনি। মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে তাই তৎপর প্রশাসন। নভেম্বর মাসের ৫ তারিখ জেলা সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ২০২১-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলের কার্যকর্তাদের উৎসাহ দিতেই অমিত শাহের রাজনৈতিক সফরের পাল্টা। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দলীয় কর্মকর্তাদের চাঙ্গা করতে এই উদ্যোগ মুখ্যমন্ত্রীর। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া (Bankura) জেলার সব কটি বিধানসভার আসন হাতছাড়া হয়েছে শাসকদলের। সেই হারানো জমি ফিরিয়ে আনার এবং জমি হাতছাড়া না করার লড়াইয়ে তাই মুখ্যমন্ত্রীর বিশেষ ভূমিকা আছে বলেই মনে করছে বিশ্লেষকরা। তবে যতবারই মুখ্যমন্ত্রী বাঁকুড়া এসেছেন ততবার এই জেলার জন্য কিছু উন্নয়নের উপহার নিয়ে এসেছেন। তাই এবার বাঁকুড়ার জন্য তিনি কি উপহার নিয়ে আসবেন সেই আশায় জেলার মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen