বাঙালির প্রাণের উৎসব একেবারে মধ্যগগনে, মহাষ্টমীর শুভেচ্ছা জানালেন মমতা-অভিষেক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: বাঙালির প্রাণের উৎসব একেবারে মধ্যগগনে। আজ মহাষ্টমী। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে অঞ্জলির ভিড়, তারপর হবে সন্ধিপুজোয তা শেষ হলেই নবমী তিথি শুরু একেবারে শেষ পর্বে পা রাখবে দুর্গাপুজো। নবমী নিশি পেরলে বিজয়ার বিষণ্ণতা। আর এমন মুহূর্তে উৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই দুর্গাপুজো বাংলার ঐতিহ্য বহন করছে, সে কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
রাজ্যবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের তৈরি নতুন গান তিনি শেয়ার করেছেন এক্স হ্যান্ডেল পোস্টে। গানের কথা ও সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। গানটি গেয়েছেন শিল্পী মনোময় ভট্টাচার্য। সেই গান শেয়ার করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিশ্বসেরা বাংলা/মাতৃময়ী মা বাংলা/ কর্মময়ের বাংলা। সকলকে জানাই মহাষ্টমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং মনোময় ভট্টাচার্যের গাওয়া একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুর করা ৪ মিনিট ৩৫ সেকেন্ডের গানটি গেয়েছেন মনোময় ভট্টাচার্য। তাঁর অসাধারণ গায়কীতে বাংলার সঙ্গে বিশ্বের এই যোগ যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। প্রতি বছর পুজোয় মুখ্যমন্ত্রীর গান প্রকাশিত হয়। এবছর তিনি বেশ কয়েকটি পুজোর গান রচনা করেছেন। সেসব গেয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্যের মতো স্বনামধন্য শিল্পীরা।
মহাষ্টমীর পূণ্য লগ্নে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাবেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় মহাষ্টমী শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক। সমাজ মাধ্যমে লিখেছেন, তিমির দুয়ার খোলো, এসো এসো নীরব চরণে। জননী আমার- দাঁড়াও এই নবীন অরুণ কিরণে। মহাষ্টমী উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
পুজোর কয়েকদিন আগে দুর্যোগের ঘনঘটা থাকলেও পঞ্চমীর দিন থেকেই আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে, বৃষ্টি না হয় তাল বা ছন্দ কোনটাই কাটেনি পুজোর। ফলে পুজোর আনন্দে মাতোয়ারা হয়েছে গোটা বাংলা। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা প্রাণের পুজো উদযাপনে সামিল হয়েছেন।