উত্তরেই পাখির চোখ, একুশে জুলাইয়ের আগে উত্তরবঙ্গ সফরে মমতা-অভিষেক

অন্তত রাজনৈতিক কারবারিদের এমনটাই মত। অন্যদিকে তৃণমূলের লক্ষ্য ২০২২-এর একুশে জুলাইয়ের সমাবেশে উত্তরবঙ্গ থেকে যত বেশি সংখ্যক মানুষকে নিয়ে আসা। সেই কারণেই তৃণমূলের নেতারা উত্তরের মানুষদের কাছে পৌঁছতে চাইছেন।

July 10, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

উত্তরবঙ্গকেই পাখির চোখ করেছে জোড়াফুল শিবির। শহিদ দিবস অর্থাৎ একুশে জুলাইয়ের আগেই উত্তরবঙ্গের জেলাগুলির সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতক পর্যবেক্ষক মহলের ধারণা, উত্তরের মাটিতে ঘাসফুল ফোটাতে তৎপর তৃণমূল শিবির।

২০১৯-এর লোকসভা নির্বাচন উত্তরবঙ্গ তৃণমূলকে শূন্য হাতে ফিরিয়েছে। তাই উত্তরের মাটিকে পুনরুদ্ধার করতে বিজেপি বিরোধী লড়াইয়ের জমি তৈরি করতেই উত্তরমুখী তৃণমূল। অন্তত রাজনৈতিক কারবারিদের এমনটাই মত। অন্যদিকে তৃণমূলের লক্ষ্য ২০২২-এর একুশে জুলাইয়ের সমাবেশে উত্তরবঙ্গ থেকে যত বেশি সংখ্যক মানুষকে নিয়ে আসা। সেই কারণেই তৃণমূলের নেতারা উত্তরের মানুষদের কাছে পৌঁছতে চাইছেন।

সূত্রের খবর আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই দিনের তাদের উত্তরবঙ্গ সফরের সম্ভাবনা রয়েছে। তবে এক মঞ্চ নয়, দুই আলাদা মঞ্চে থাকবেন দুজন। শোনা যাচ্ছে, সোমবার ১১জুলাই উত্তরবঙ্গ সফরে রওনা হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ জুলাই জিটিএর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন তিনি। উত্তরবঙ্গ সফরে ১১-১৩ জুলাইয়ের মধ্যে তৃণমূল নেত্রীর কোন রাজনৈতিক কর্মসূচি নেই বলে জানা গিয়েছে। তবে তিনি কয়েকটি প্রশাসনিক বৈঠক সারতে পারেন বলে খবর।

অন্যদিকে উত্তরবঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ২১ জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে রাজনৈতিক জনসভা করবেন। জানা গিয়েছে, ধূপগুড়ি পুরসভার ফুটবল ময়দানে অভিষেক সভা করতে পারেন। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা তৃণমূলের পক্ষ থেকেই ওই সভা করা হচ্ছে। প্রসঙ্গত, কোভিড কাঁটা পেরিয়ে ফের দুবছর পর কলকাতায় ফিরছে একুশে জুলাইয়ের সমাবেশ হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen