রাজ্য-টাটার যৌথ উদ্যোগে বাংলায় ২টি ক্যান্সার হাসপাতাল

রাজ্যের উত্তর ও দক্ষিণ- দুই প্রান্তে ক্যানসার হাসপাতালে গড়ে উঠছে।

June 30, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ক্যানসারের চিকিৎসার জন্য মেলা খরচ করে আর মুম্বই যেতে হবে না। টাটা (TATA) গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে এসএসকেএম (SSKM) ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে (North Bengal Medical College and Hospital) ক্যানসার চিকিৎসার বন্দোবস্ত করছে রাজ্য সরকার। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।         

মুখ্যমন্ত্রী বলেন,’বাংলা থেকে ২৫ শতাংশ লোক ক্যানসারের চিকিৎসার জন্য মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে যায়। সেক্ষেত্রে ওখানে থাকা, খাওয়া-দাওয়া, যোগাযোগ ও শয্যা পেতে ভীষণ অসুবিধার মুখে পড়তে হয়। এসব চিন্তা করে আমরা টাটা মেমোরিয়ালের সঙ্গে যোগাযোগ করেছিলাম। মুম্বইয়ের মতো টাটা মেমোরিয়াল ও পশ্চিমবঙ্গ সরকার মিলে বাংলায় দুটো ক্যানসার হাসপাতাল তৈরি করবে।’

রাজ্যের উত্তর ও দক্ষিণ- দুই প্রান্তে ক্যানসার হাসপাতালে গড়ে উঠছে। মমতা জানান,’একটা এসএসকেএম ও আর একটা উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালে হবে। তাহলে আর বাইরে যেতে হবে না। এখানেই সব সুবিধা পাবেন ক্যানসার রোগীরা।’ 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen