জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ও চাকরির ঘোষণা মমতার

September 24, 2025 | < 1 min read
Published by: Manas Modak

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৩: সোমবার রাতভর বৃষ্টির জেরে মঙ্গলবার জলবন্দি হয়ে পড়েছিল কলকাতার নানা অংশ। ইতিমধ্যে স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মৃতদের পরিবারগুলোকে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন মমতা। তিনি জানিয়েছেন, মৃতদের পরিবার পিছু রাজ্যের তরফে ২ লক্ষ টাকা দেওয়া হবে। মৃতদের পরিবারের একজন সদস্যকে চাকরির আশ্বাসও দিলেন তিনি।

চার দশকের নজির ভেঙে নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল কলকাতা। জমা জলে বিদ্যুৎস্পষ্ট হয়ে সহ-নাগরিকদের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে মৃতের পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। বিকেলে ভবানীপুরে পুজো উদ্বোধনে গিয়ে মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

মমতা বলেন, “মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে রাজ্যের তরফে। সিইএসসিকে আমি পরিবারের একজনে চাকরি দেওয়ার কথা বলেছি, তবে ওরা না-দিলে রাজ্যের তরফে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে।” সিইএসসিকে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, জমা জলের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “পরিস্থিতি অনেকটাই আয়ত্তে এসেছে। অধিকাংশ এলাকার জল নেমে গিয়েছে। নিচু এলাকার কোথাও কোথাও এখনও জল রয়েছে। তা দ্রুত মিটে যাবে।” পাশাপাশি কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, “ডিভিসি, মাইথন, ফরাক্কা ব্যারেজে জল ছেড়ে দেয়। এদিকে গঙ্গায় জোয়ার। তবে পুরসভা খুব ভাল কাজ করেছেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen