বনগাঁয় SIR বিরোধী মিছিল মমতার, পন্থরা টেস্ট বাঁচাতে পারবেন কি? নজর কোন কোন খবরে?

November 25, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: *বনগাঁয় SIR বিরোধী মিছিল মমতার*

SIR-র প্রতিবাদে আজ পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করবেন তিনি। চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রাও করবেন তিনি।

*আজ টেস্ট বাঁচানোর লড়াই*

সিরিজের দ্বিতীয় তথা অন্তিম টেস্টে দক্ষিণ আফ্রিকার ৪৮৯ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ২০১ রানে। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ২৬ রান তুলেছে। ৩১৪ রানে এগিয়ে তারা। খেলা শুরু সকাল ৯টায়। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

*টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি*

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা হবে। কোন মাঠে, কোন ম্যাচ হবে তা আজ জানা যাবে। আজ, সন্ধ্যা ৬:৩০ থেকে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে সূচি ঘোষণা অনুষ্ঠানের সম্প্রচার শুরু।

*ঘূর্ণিঝড় সংক্রান্ত খবর*

দক্ষিণ আন্দামান সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ অঞ্চল। ক্রমে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে বাংলার আবহাওয়ার উপর ঘূর্ণিঝড়ের সরাসরি পড়বে না। এখনই জাঁকিয়ে শীত পড়ছে না বঙ্গে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen