‘আমাদের সময়ে এসব ভাবতেও পারতাম না’, ফেল করা পড়ুয়াদের বিক্ষোভে আশ্চর্য মমতা

কোথায় তারা রাস্তা আটকাচ্ছে, কোথাও টায়ার জ্বালাচ্ছে। সাধারণ মানুষের এতে অসুবিধা হচ্ছে। বৃহস্পতিবার দক্ষিনেশ্বর মন্দিরের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ব্যাপারে হতাশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

June 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

উচ্চমাধ্যমিকে অকর্তকার্য পড়ুয়ারা পাশ করিয়ে দেবার দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ জানাচ্ছে। কোথায় তারা রাস্তা আটকাচ্ছে, কোথাও টায়ার জ্বালাচ্ছে। সাধারণ মানুষের এতে অসুবিধা হচ্ছে। বৃহস্পতিবার দক্ষিনেশ্বর মন্দিরের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ব্যাপারে হতাশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, “এগুলো কী হচ্ছে? এখানে বিক্ষোভ, ওখানে বিক্ষোভ।” তারপর তিনি বলেন, “আমি বলছি না যে বিক্ষোভ করা যাবে না। তাই বলে উচ্চমাধ্যমিকে পাশ করতে পারিনি বলে বিক্ষোভ! আমাদের সময়ে এসব ভাবতেও পারতাম না।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen