গদ্দার, মীরজাফররা নয়, বাংলাই বাংলাকে শাসন করবে, উত্তরপাড়ায় তোপ মমতার

আজ হুগলী এবং দক্ষিণ ২৪ পরগনায় প্রচারের ঝড় তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া, চণ্ডীতলা, উত্তরপাড়া এবং ভাঙড়ে জনসভা তৃণমূলনেত্রীর।

April 5, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

আগামীকাল তৃতীয় দফার নির্বাচন। কিন্তু প্রচার চলছে পরবর্তী দফার ভোটের জন্য। আজ হুগলী এবং দক্ষিণ ২৪ পরগনায় প্রচারের ঝড় তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া, চণ্ডীতলা, উত্তরপাড়া এবং ভাঙড়ে জনসভা তৃণমূলনেত্রীর।

লাইভ আপডেট

১২:১৮: বঙ্গভঙ্গ হতে দিচ্ছি না, দেব না, বাংলাই বাংলা শাসন করবে, দুটো গদ্দার আর দুটো মীরজাফর বাংলা শাসন করবে না।

২:১৬: বিজেপি হচ্ছে ছদ্মবেশী শয়তান, বলে হরে কৃষ্ণ হরি হরি, আসুন বাংলা দখল করি। আপনাদের ঘরে ঘরে প্রস্তুত হচ্ছে যারা দানবের সঙ্গে সংগ্রাম করবে।

২:১৫: সব করেছি। বাকি আছে শুধু বিজেপি, ওদের খেলার মাঠে হারাতে হবে। বিজেপির কথায় দাঙ্গায় পা দেবেন না, সর্বধর্ম নিয়ে কাজ করবেন, কোন‌ও ব্যানার্জি, চ্যাটার্জী হবে না।

২:১৪: নবম শ্রেণীতে সাইকেল পাচ্ছে সেটা পাবেন, দ্বাদশ শ্রেণীতে ট্যাবের ১০ হাজার টাকা পাবেন, এবার ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেবো যাতে উচ্চ শিক্ষায় অসুবিধা না হয়। স্বাস্থ্যসাথীর জন্য পাঁচ লক্ষ টাকা দেওয়া হচ্ছে।

২:১৩: কৃষকরা যাদের এক একর জমি আছে, তারা ৫ হাজার টাকা পাচ্ছে, সেটা ১০ হাজার টাকা করে দেবো, প্রান্তিক চাষীরা ৫ হাজার টাকা পাবে।

২:১২: আমরা বিনা পয়সায় খাদ্য দেব, বিনা পয়সায় রেশন বাড়িতে বাড়িতে পৌঁছে দেব, মা-বোনেদের হাত খরচা দিব ৫০০ থেকে হাজার টাকা প্রতি মাসে। বিধবারা হাজার টাকা পেনশন পাবেন।

২:১১: ওরা বলছে বাংলাকে গুজরাট বানাবে। বানাতে দেব না, যত দূর যেতে হয় যাব, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব।

২:১০: আমি নন্দীগ্রামে দেখেছি, ওরা কী রকম ভয় দেখায়। EVM ভালো করে চেক করবেন, খারাপ হলে অপেক্ষা করবেন, ভোট দিয়ে যাবেন, ভোটের পর EVM পাহারা দেবেন।

২:০৯: যারা নেতা আছে, তাদের বলছি, এমন কাউকে এজেন্ট করবেন না যে ভয় পায় বা বিজেপির সঙ্গে বোঝাপড়া করে পালিয়ে যাবে। আমার কন্যাশ্রীর মেয়ে, বঙ্গজননীর মেয়েদের এজেন্ট করুন।

২:০৮: ডানকুনি অমৃতসর ফ্রেট করিডর যেটা আমি রেলমন্ত্রী থাকাকালীন তৈরি করেছিলাম, সেটা এবার চালু হবে। বিজেপি রেল, SAIL, বীমা, সব বেসরকারিকরণ করে দিচ্ছে।

২:০৬: আগে যারা চলে গেছে তাদের স্বাগত, গেছে তাই বেঁচে গেছি। আমরা এমন ক্যান্ডিডেট দিয়েছি যে অন্য চলে যাবে না। এই জায়গা হচ্ছে একটা বিখ্যাত মানুষের জন্মস্থান। ‌ এখানে প্রচুর শিল্প হবে।

২:০৫: কোন্নগর একটা পবিত্র জায়গা, বরণীয় এবং স্মরণীয় মানুষদের জায়গা। এখানকার সঙ্গে মোহনবাগানের যোগ আছে। এখানে বড় শিবের মন্দির আছে, আরও অনেক অনেক তীর্থস্থান আছে।

২:০৪: আজ এক ঝাঁক টেলি শিল্পী এখানে এসেছে কাঞ্চনের জন্য। ওরা কাঞ্চনকে জেতাতে সঙ্ঘবদ্ধ। আমি ওদের কাছে কৃতজ্ঞ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen