“মেদিনীপুরে কী হয়েছে?” এসএসসি দুর্নীতি ইস্যুতে পাল্টা শুভেন্দুকে আক্রমণ মমতার
আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কাজ করতে গেলে ভুল হতেই পারে। তবে সময় দিতে হবে ভুল সংশোধন করার জন্য। একইসাথে তিনি দাবি করেছেন, সাড়ে ৫ হাজার চাকরির সুযোগ করে দিয়েছেন তিনি।

এসএসসি(SSC) নিয়োগ দুর্নীতি এবং টেট দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই সিবিআই(CBI) তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই বিরোধীরা একযোগে নিশানা করছে রাজ্য সরকারকে। এই পরিস্থিতিতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা অধিবেশনে স্পষ্ট করে জানালেন, ভুল সংশোধন করার জন্য সরকারকে সময় দেওয়া হোক।
আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কাজ করতে গেলে ভুল হতেই পারে। তবে সময় দিতে হবে ভুল সংশোধন করার জন্য। একইসাথে তিনি দাবি করেছেন, সাড়ে ৫ হাজার চাকরির সুযোগ করে দিয়েছেন তিনি। পাশাপাশি, চাকরি ইস্যুতে মমতা একহাত নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি ১ লাখের মধ্যে ৫০টা ভুল হয়েও থাকে তা শুধরে নিয়ে হবে। আমি জানি কাজ করতে গেলে ভুল হতে পারে। কিন্তু আমাকে তো সময় দিতে হবে সংশোধন করার জন্য। সংশোধন না করতে পারলে তুমি আমাকে জেলে পাঠাও। আরে আমি তো সাড়ে পাঁচ হাজার চাকরির সুযোগ তৈরি করেছি! বিজেপির কেউ কেউ বলছে সতেরো হাজার চাকরি যাবে। ওই সতেরো হাজার কিন্তু তোমার বাড়িতে গিয়ে বসে থাকবে বলে দিলাম।”
মমতা আরও বলেন, “আমরা জানি মেদিনীপুরে চাকরি নিয়ে কী হয়েছে? সিবিআইয়ের ভয় দেখাচ্ছেন? এটা ত্রিপুরা নয়। মেদিনীপুর, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পুরুলিয়ার যাদের চাকরি দিয়েছেন তাদের কী হবে? পুরুলিয়ার চাকরি মেদিনীপুরে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা সব জানি। জানি মেদিনীপুরের চাকরি নিয়ে কী হয়েছিল। ‘দাদামণি’ জবাব দেবেন? সরকারে থেকেও করে খাবেন! বিজেপিতেও করে খাবেন?”