বহরমপুরের ভার্চুয়াল মঞ্চ থেকে কমিশনকে তোপ মমতার

বাহিনীর জওয়ানরা পশ্চিম বর্ধমানে সকলের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের করোনা পরিস্থিতির জন্যও কেন্দ্র ও বিজেপিকে নিশানা করেন তিনি।

April 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনার কারণে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। তাই সপ্তম-অষ্টম দফার প্রচার ভার্চুয়ালি সারছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার বহরমপুর থেকে ভার্চুয়াল সভা করলেন তৃণমূল নেত্রী। সেখান থেকেই কমিশন ও বিজেপিকে তুলোধোনা করলেন তিনি।

কমিশন পক্ষপাতিত্ব করছে, নির্বাচনের শুরু থেকেই এই অভিযোগ করছে তৃণমূল। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় ফের অভিযোগ করেন, বিজেপি ও কমিশনের নির্দেশেই বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে বাহিনী। নেত্রী বলেন, ‘তৃণমূলের কোনও বিকল্প নেই। আমরাই জিতব। তাই তৃণমূল কর্মীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। জেতার পরই কেস করব।’

তৃণমূল (Trinamool) সুপ্রিমো অভিযোগ করেন, অমিত শাহের নির্দেশেই বিজেপি নেতাদের নিরাপত্তা দিচ্ছে কমিশন। বাহিনীর জওয়ানরা পশ্চিম বর্ধমানে সকলের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের করোনা পরিস্থিতির জন্যও কেন্দ্র ও বিজেপিকে নিশানা করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen