বাংলার স্কুলগুলির পাঠাগারে থাকবে মুখ্যমন্ত্রীর লেখা বই, জানেন কোনগুলো?
বাংলার স্কুলের পাঠাগারে বই কিনতে ২০ কোটি ২৬ লক্ষ টাকা বরাদ্দ করেছে স্কুলশিক্ষা দপ্তর। ৫৬০টি বইয়ের মধ্যে মুখ্যমন্ত্রীর লেখা বইয়ের সংখ্যা ১৯।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০২: এবার থেকে বাংলার স্কুলগুলির লাইব্রেরিতে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। ১৯ জুন রাজ্যের সমস্ত বিদ্যালয় পরিদর্শককে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছেন স্কুলশিক্ষা কমিশনার। তালিকায় থাকা ৫৬০টি বইয়ের মধ্যে মুখ্যমন্ত্রীর লেখা বইয়ের সংখ্যা ১৯।
বাংলার ২,০২৬টি স্কুলের পাঠাগারে বই কিনতে মোট ২০ কোটি ২৬ লক্ষ টাকা বরাদ্দ করেছে স্কুলশিক্ষা দপ্তর। প্রতিটি বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ এক লক্ষ টাকা। স্কুলগুলিতে বইয়ের তালিকাও পাঠানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, হোমার, অ্যালবার্ট আইনস্টাইন, হেনরি গিলবার্ট, ও. হেনরি, জেরম কে জেরম, হেলেন কেলার, মহাশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, নবনীতা দেবসেনের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বইও রাখা হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় কোন বইগুলি থাকবে?
- কন্যার চোখে কন্যাশ্রী
- বিকেলটা হারিয়ে গেছে
- আমার পাহাড়
- আমার জঙ্গল
- চোখের তারা
- জীবন সংগ্রাম
- কুৎসাপক্ষ
- এক পলকে, এক ঝলকে
- সোজাসাপটা
- কথায় কথায়
- পরিবর্তন
- নন্দীমা
- অনশন কেন?
- জাগো বাংলা
- একান্তে
- আন্দোলনের কথা
- অশুভ সংকেত
- অনুভূতি
- সেরা মমতা একত্র।