আগামী ৭ মে তৃণমূলের মন্ত্রিসভার শপথগ্রহণের সম্ভাবনা, থাকছে একাধিক চমক

এবারের মন্ত্রিসভায় থাকছে চমক। নন্দীগ্রাম নিয়ে যদি সুপ্রিম কোর্ট পুনর্গণনার রায় না দেয়, তাহলে অন্য কেন্দ্র থেকে জিতে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

May 3, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কঠিন লড়াই জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলকে টেনে নিয়ে গেলেন ২০০ আসন ছাড়িয়ে। প্রমাণ করলেন বাংলা নিজের মেয়েকেই চায়। এবার শুধু শপথ নেওয়ার পালা। তার আগে আজ সন্ধ্যেবেলা রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি নির্বাচনী প্রচারে বলেছেন, ‘বাংলার লড়াইয়ে জিতেই নজর দেব দিল্লির দিকে।’

তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সূত্রে খবর, করোনা আবহে কোনও বিজয় মিছিল, কোনও বিজয় উৎসব হবে না। এই বিপুল জয়ের পরেও নিজের শপথগ্রহণ অনুষ্ঠানকে কাটছাঁট করছেন তৃণমূলনেত্রী। সোমবার সন্ধ্যায় সাতটায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে তৃতীয়বারের জন্য সরকার গড়ার দাবি জানাবেন। সম্ভবত আগামী ৭ মে রাজভবনে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। তবে কারা কারা মন্ত্রী হবেন তা ঠিক হয়ে গিয়েছে। শুধু ঘোষণা বাকি। এবারের মন্ত্রিসভায় থাকছে চমক। নন্দীগ্রাম নিয়ে যদি সুপ্রিম কোর্ট পুনর্গণনার রায় না দেয়, তাহলে অন্য কেন্দ্র থেকে জিতে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen