হাসি মুখে মমতা প্রশংসা করলেন ‘কালারফুল’ মদনের, বুঝিয়ে দিলেন উপনির্বাচনের দায়িত্ব‌ও

বুধবার চেতলায় ছিল তৃণমূলের কর্মিসভা। দলের নেতাদের ভবানীপুরে উপনির্বাচনের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলেন মমতা

September 9, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

মদন মিত্র ‘কালারফুল ছেলে’। চেতলায় দলের কর্মিসভায় কামারহাটির বিধায়ককে সম্পর্কে এমন মন্তব্যই করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বেশি ‘কালারফুল’ হয়ে গেলে ‘সমস্যা’! এ কথাও বলেছেন তিনি।

বুধবার চেতলায় ছিল তৃণমূলের কর্মিসভা। দলের নেতাদের ভবানীপুরে উপনির্বাচনের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলেন মমতা। সেখানে মদনের উদ্দেশে তৃণমূলনেত্রী বলেন, ‘‘মদন তুমি নিজের পাড়াটা খুব ভাল ভাবে করবে। পরশু দিন দেখছিলাম ধুতি-পাঞ্জাবি পরে দাঁড়িয়েছিলে। এক দম ওই ভাবে।’’ রবিবার ভবানীপুরে দেওয়াল লিখনে হাত লাগান মদন নিজে। কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডে ডিএল খান রোডে দেওয়াল লিখতে দেখা যায় কামারহাটির বিধায়ককে। কর্মীদের দেওয়াল লিখতে দেখে দাঁড়িয়ে যান মমতা। বুধবারের কর্মিসভায় রবিবারের সেই ঘটনার কথাই উল্লেখ করেন দলনেত্রী। কর্মিসভায় দলনেত্রী মদনের পোশাকের প্রশংসা করতেই হাততালির রোল ওঠে। তা থামতেই মুখে স্মিত হাসি বজায় রেখে মদনের উদ্দেশে মমতা বলেন, ‘‘কিন্তু বেশি সাজুগুজু করবে না। মদন একটু কালারফুল (রঙিন) ছেলে। আবার ও মাঝে মাঝে বেশি কালারফুল হয়ে যায়। বেশি কালারফুল হয়ে গেলে আবার প্রবলেম (সমস্যা) হয়ে যায়।’’

নেটমাধ্যমে মদন জনপ্রিয়। বিভিন্ন সময়েই নানা পোশাকে এবং ভূমিকায় দেখা যায় তাঁকে। তৃণমূলের বর্ণময় ওই নেতার জীবন নিয়ে একজোড়া বায়োপিক হওয়ার ঘোষণাও হয়েছে সম্প্রতি। এর সঙ্গে যোগ হল দলনেত্রীর প্রশংসা বাক্যও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen