মমতার কোচবিহার সফর, সংসদে ‘বন্দেমাতরম’ নিয়ে আলোচনা-বিতর্ক, ইন্ডিগোর অচলাবস্থা নজরে কোন কোন খবর?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,৯:০০:*মমতার কোচবিহার সফর*
আজ কোচবিহার সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের সফরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রাজনৈতিক জনসভাও করবেন তৃণমূলের সুপ্রিমো৷ জানা গিয়েছে, আজ কোচবিহার পৌঁছে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী৷ গ্রামীণ রাস্তাঘাট, পানীয় জল এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হতে পারে। আগামীকাল কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।
*সংসদে ‘বন্দেমাতরম’ নিয়ে আলোচনা-বিতর্ক*
আজ লোকসভার অধিবেশনে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী মোদী। ‘বন্দেমাতরম’ রচনার ১৫০ বছর পূর্তিতে বিতর্কের সূচনা করবেন তিনি। লোকসভায় এই সংক্রান্ত আলোচনার জন্য ১০ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বক্তব্য রাখবেন। কংগ্রেসের পক্ষ থেকে আলোচনায় যোগ দেবেন গৌরব গগৈ এবং প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া। ১৮৭৫ সালে ‘বন্দেমাতরম’ রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
*ইন্ডিগোর অচলাবস্থা*
টানা ছ’দিন ধরে একের পর এক উড়ান বাতিল হচ্ছে ইন্ডিগোর। অন্তত ৬৫০ উড়ান বাতিল হয়েছে রবিবারেও। নির্ধারিত সূচি মেনে চলেছে ১৬৫০টি উড়ান। ইতিমধ্যেই যাত্রীদের টিকিটের ভাড়া বাবদ ৬১০ কোটি টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো। যাত্রীদের ব্যাগও ফেরত দেওয়া হয়েছে। বিমানসংস্থার আশা, বুধবারের মধ্যে পরিষেবা ছন্দে ফিরবে।
*সৈয়দ মুস্তাক আলিতে বাংলা*
হরিয়ানার বিরুদ্ধে হায়দ্রাবাদে নামছে বাংলা। বাংলার ম্যাচ শুরু সকাল ১১টা থেকে। শীর্ষে ওঠার সুযোগ বাংলার সামনে।