‘ASHA’, অঙ্গনওয়াড়ি, ICDS হেল্পারদের বেতন বাড়ছে, ঘোষণা মমতার- দেখুন LIVE

‘ASHA’, অঙ্গনওয়াড়ি, ICDS হেল্পারদের বেতন বাড়ছে, ঘোষণা মমতার- দেখুন LIVE

March 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাড়তে চলছে ASHA কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, ICDS হেল্পারদের বেতন, আজ সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানালেন এ’কথা। বুধবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আশা কর্মীদের মাসিক বেতন ৭৫০ টাকা বাড়ছে। পয়লা এপ্রিল থেকে বর্ধিত বেতন পাবেন তাঁরা। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনও ৭৫০ টাকা বৃদ্ধি করার ঘোষণাও করেন মমতা। অন্যদিকে, ICDS হেল্পারদের বেতনও বাড়ছে ৫০০ টাকা করে। সকলেই পয়লা এপ্রিল থেকে বর্ধিত হারে বেতন পাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen