আজ বিকেলে সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মমতার – বাতলে দেবেন প্রতিবাদের রাস্তা?

August 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮:০০: সংসদে বাদল অধিবেশন চলাকালীন আজ সোমবার বিকেল সাড়ে চারটা নাগাদ তৃণমূল সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কী নিয়ে আলোচনা হবে এই বৈঠকে? সূত্রের খবর, সংসদে কী কী ইস্যু নিয়ে সরব হতে হবে সাংসদদের, সেই বিষয়েই আজ তাঁদের নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী।

আগামী বছর বিধানসভা ভোট রয়েছে। তার আগে বিহার মডেলে এই রাজ্যেও এসআইআর (SIR) শুরু করতে চলেছে কেন্দ্র, এমন সম্ভাবনার কথা কিন্তু শোনা যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে গ্রেপ্তার, আটক, হেনস্থা, নিগ্রহেরও প্রতিবাদ করছে তৃণমূলের সংসদীয় দল। পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের আর্থিক বঞ্চনা নিয়েও সরব রয়েছে। সেই আবহে আজকের বৈঠকে তৃণমূল সাংসদদের দিক নির্দেশ ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরকম মনে করা হচ্ছে।

এই পরিস্থিতিতে মমতার পাশাপাশি আগামী ৫ অগাস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রায় চার হাজার তৃণমূল নেতাকে নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করতে পারেন বলে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen