জলপাইগুড়িতে ৪৫০ কোটির সিমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গে আরও অনেক শিল্প আসবে, জানান মুখ্যমন্ত্রী।
February 2, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) স্টার সিমেন্টের(Star Cement) একটি প্লান্ট উদ্বোধন করলেন। জলপাইগুড়ির মোহিতনগরে ৪৫০ কোটি টাকা ব্যায়ে এই সিমেন্ট কারখানা নির্মাণ করে তা চালু করা হলো।
এ ই কারখানার হাত ধরে প্রায় ৭ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতে চলেছে।
এদিন স্টার সিমেন্টের এই দুই কর্তাকে অনুষ্ঠানের মঞ্চে ডেকে তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে আরও অনেক শিল্প আসবে, জানান মুখ্যমন্ত্রী।