ডিসেম্বরেই তিনদিনের সফরে গোয়া যাচ্ছেন মমতা, সঙ্গী অভিষেক

নির্বাচনের ঘুঁটি সাজাতেই মমতার এই সফর বলে জানা গিয়েছে

December 12, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

ডিসেম্বর মাসেই আবার গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের সফরে গোয়া যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গত মাসেই গোয়া গিয়েছিলেন মমতা। কিন্তু এই সফরে এবার তাঁর সঙ্গী হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগামী ১৯ তারিখ কলকাতা পুরসভার নির্বাচন। এই নির্বাচনের আগেই আবার গোয়া যাচ্ছেন তৃণমূল নেত্রী।

তৃণমূল সূত্রে খবর, আগামী ১৩ ডিসেম্বর গোয়া সফরে যাবেন তৃণমূল নেত্রী। নির্বাচনের ঘুঁটি সাজাতেই তাঁর এই সফর বলে জানা গিয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই বিধানসভা নির্বাচন গোয়ায়। সেখানে ‘ গোয়াতে আসবে নতুন সকাল’ বলে আগেই পোস্টার দিয়েছে তৃণমূল। আগের সফরে গিয়েও মমতা বলে এসেছেন যে গোয়ায় সরকার করে সেখানে উন্নয়ন করবেন তারা। হাতে আর বেশি সময় নেই । তাই কলকাতা পুরসভা নির্বাচনের মুখেই গোয়া যাচ্ছেন তিনি। সঙ্গে থাকবেন অভিষেক।

কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্নকরে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। তাঁকে দলের সর্বভারতীয় সহ সভাপতি করার পাশাপাশি রাজ্যসভার সাংসদ করেছে তৃণমূল। মমতার গোয়া সফরের সময়ে তৃণমূলে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলিরা। সেবার গোয়া গিয়ে সেখানে বিশিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন মমতা। একাধিক মন্দিরে গিয়েছেন। কথা বলেছেন সাধারণ মানুষ এবং মৎস্যজীবীদের সঙ্গেও। বলেছেন গোয়ার সঙ্গে অনেক মিল আছে বাংলার। বাংলার মতই গোয়ার মানুষের পছন্দ মাছ এবং ফুটবল।

ফের আরও একবার গোয়া সফরে তৃণমূল সুপ্রিমো। এবার সঙ্গে দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সফরে একাধিক সভা করবেন তিনি।

১৩ই ডিসেম্বর দুপুর ১টার সময় গোয়ার ইন্টারন্যাশনাল সেন্টারে মিডিয়া হাউসগুলির বিশিষ্ট সম্পাদকদের সাথে বৈঠক করবেন তিনি। এরপর দুপুর ২টোর সময় গোয়া তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বিকাল ৩টে ৩০মিনিটে জনসভা করবেন বেনৌলিমে। পরেরদিন বিকাল ৩টের সময় পাঞ্জিমে ও বিকাল ৪টের সময় আসানোরায় জনসভা করবেন তৃণমূল নেত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen