প্রধানমন্ত্রীদের সঙ্গে রাজনৈতিক যাত্রাপথের পাণ্ডুলিপি লিখছেন মমতা, প্রকাশ বইমেলায়

প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, নরসিংহ রাও, এইচ ডি দেবগৌড়া, ইন্দ্রকুমার গুজরাল থেকে অটলবিহারী বাজপেয়ী – প্রত্যেকের আমলেই তাঁর সক্রিয় ভূমিকা ছিল

August 28, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫০: দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক পথচলা। সেই পথে সংগ্রাম, সাফল্য, অভিজ্ঞতা আর ইতিহাসের ছোঁয়া। আজকের ভারতে এমন অভিজ্ঞ রাজনীতিকের সংখ্যা হাতে গোনা, আর তাঁদের মধ্যে অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রিসভায় একাধিকবার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। রেল, কয়লা, নারী ও শিশুকল্যাণ-সহ নানা মন্ত্রক তাঁর হাত ধরে নতুন দিশা পেয়েছে।

এবার প্রধানমন্ত্রীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে নতুন বই লিখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধর্মতলার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি নিজেই এই ঘোষণা করেন।

এদিন বক্তৃতা দিতে গিয়ে মমতা বলেন, “আমি সাত বার সাংসদ হয়েছি। রেলমন্ত্রী দু’বার, কয়লা, ক্রীড়া-যুব কল্যাণ, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের দায়িত্বও সামলেছি। আমার সময়েই ন্যাশনাল উইমেন কমিশন, স্পোর্টস একাডেমি তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অনেক। আমি একটা বই লিখব, কে কেমন ছিলেন। বইমেলাতেই প্রকাশ করব।”

কলকাতার আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে আগামী ২২ জানুয়ারি, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। নিয়ম মেনে মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেখানেই প্রকাশ পেতে পারে তাঁর ১৫৪তম বই। ইতিমধ্যেই মমতার লেখা বইয়ের সংখ্যা ১৫৩।

রাজনৈতিক জীবনের প্রথম অধ্যায় শুরু হয়েছিল ১৯৮৪ সালে, যুব কংগ্রেস নেত্রী হিসেবে যাদবপুরে সিপিএমের প্রবীণ প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে। সংসদে পৌঁছেই প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সতীর্থ হয়ে ওঠেন তিনি। পরের কয়েক বছরে নরসিংহ রাও, এইচ ডি দেবগৌড়া, ইন্দ্রকুমার গুজরাল থেকে অটলবিহারী বাজপেয়ী – প্রত্যেকের আমলেই সংসদ বা মন্ত্রিসভায় তাঁর সক্রিয় ভূমিকা ছিল।

১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করার পর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের সঙ্গেও কাজ করেন মমতা। বাজপেয়ীর আমলে রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, পরে কয়লা মন্ত্রীও হন। তবে একাধিক ঘটনায় মতবিরোধ তৈরি হলে বারবার জোট থেকে বেরিয়েও এসেছেন তিনি।

২০০৯ সালে ফের কংগ্রেসের সঙ্গে হাত মেলান। দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে আবার রেলমন্ত্রী হন। কিন্তু ২০১১ সালে রাজ্যে ক্ষমতা দখল করার পর থেকেই মূলত দিল্লির রাজনীতির বদলে কলকাতাকেই কেন্দ্র করে তাঁর কার্যকলাপ সীমাবদ্ধ থাকে।

গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে নানা সময়ে কাজ করার অভিজ্ঞতাও হয়েছে তাঁর। সেই সব অভিজ্ঞতাই এবার ধরা পড়তে চলেছে তাঁর নতুন বইয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen