মহানবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী, পুজো দিয়ে বাজালেন কাঁসর
October 1, 2025
|
< 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩০: আজ মহানবমী। যাবতীয় আনন্দ আয়োজনের পর দেবী দুর্গা আগামীকাল ফিরে যাবেন কৈলাসে। আজ, নবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কালীঘাট মন্দিরে নবমীর আরতিতে সামিল হলেন তিনি। কাঁসর বাজালেন তিনি। পুজোও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন সন্ধ্যায় গোটা শহর যখন দুর্গোৎসবের শেষ লগ্নের আনন্দটুকু উপভোগ করতে ব্যস্ত, মুখ্যমন্ত্রী তখনই পৌঁছে গেলেন কালীঘাট মন্দিরে। রাজ্যের মানুষের শুভ কামনায় পুজো দেন তিনি। মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলেন। মাতৃ মূর্তির সামনে দাঁড়িয়ে পুজো দেন। পুজো চলাকালীন নিজে হাতে কাঁসরও বাজান মুখ্যমন্ত্রী।