কবিগুরুর বোলপুর থেকেই বাংলার ভাষা আন্দোলন কর্মসূচি শুরু করছেন মমতা

আগামী ২৮ জুলাই বোলপুরে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। উপস্থিত থাকবেন জননেত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর থেকে ‘ভাষা আন্দোলন’ শুরু মমতার।

July 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০১: একুশে জুলাই শহিদ স্মরণের মঞ্চ থেকে বাঙালির আত্মমর্যাদা রক্ষার জন্য লড়াইয়ের সুর বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ জুলাই থেকে রাজ্যে ভাষা আন্দোলন শুরুর ডাক দিয়েছেন তিনি। তাঁর হুঁশিয়ারি, এবার জব্দ হবে, স্তব্ধ হবে। দেশজুড়ে বাঙালিদের উপর অত্যাচার সহ্য করা হবে না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ‘বাংলা ভাষার উপর সন্ত্রাস মানব না’।

সেই মতো এবার বীরভূমের লালমাটি থেকে বাংলার বিরুদ্ধে বিজেপির ‘সন্ত্রাসের’ প্রতিবাদে আন্দোলন কর্মসূচি নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ জুলাই বোলপুরে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেখানেই উপস্থিত থাকবেন জননেত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর থেকে ‘ভাষা আন্দোলন’ শুরু মমতার।

চলতি মাসের শেষেই বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ জুলাই বোলপুরে প্রতিবাদ পদযাত্রায় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। বীরভূমের লালমাটি থেকেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে ঝড় তোলা হবে বলে মত রাজনৈতিক মহলের। গতকাল, সোমবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বাংলার বিরুদ্ধে বিজেপির ‘সন্ত্রাসে’র বিরুদ্ধে গর্জে উঠেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা-সহ একাধিক বিজেপিশাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ। বিজেপি ভোটের প্রচার বাংলাভাষা নিয়ে কথা বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় এসে সভামঞ্চ থেকে বাংলা ভাষায় মাঝেমধ্যে দু’এক লাইন কথা বলেন। কিন্তু বাঙালিদের উপর আক্রমণ নিয়ে কোনও বার্তাই বঙ্গ বিজেপির তরফে অভিযোগ। শুধু তাই নয়, এসবের মধ্যে দিয়েই বাংলায় কেন্দ্রীয় সরকার এনআরসি চালুর চেষ্টা করছে বলে অভিযোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen