পথশ্রী’-র মাধ্যমেই পথ দেখালেন মমতা

‘পথশ্রী অভিযান’ প্রকল্পের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

October 1, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

উত্তরবঙ্গে বিজেপিকে চাঁচাছোলা আক্রমণ মমতার

আজ উত্তরবঙ্গের ধানতলা গ্রামে রাজ্য জুড়ে ১২০০০ কিলোমিটার রাস্তার পুননির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য গৃহীত ‘পথশ্রী অভিযান’ প্রকল্পের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা সড়ক নির্মাণে ১ নম্বরে। ১২,০০০ কিলোমিটার রাস্তা সংস্কার সরকারের লক্ষ্য। রাস্তার কাজও চলবে, উন্নয়নও চলবে।”

পুজোয় সতর্ক থাকার অনুরোধ করে রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী বলেন, “পুজোয় উপযুক্ত সতর্কতা অবলম্বন করুন। মাস্ক স্যানিটাইজার ব্যবহার করুন। “

তিনি আরও জানান, রাজ্য জুড়ে ১৫ দিন রাস্তা মেরামতির কাজ চলবে।

বিজেপির দিকে সরাসরি নিশানা তাক করে মমতা বন্দোপাধ্যায় বলেন, “বিজেপি নেতারা বাইরে থেকে খাবার নিয়ে গিয়ে দলিতের বাড়িতে খায়। দলিত মেয়েদের ধর্ষণ খুন করে ওরা। ওরা দলিত বিরোধী। সব অংশের উপর হামলা করে ওরা। “

আরো ক্ষোভ উগরে দিয়ে এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি বলে এক করে আরেক। ৭টা চা বাগান খুলবে বলেছিল, কটা খুলেছে বিজেপি? রাজবংশীদের দেওয়া একটাও পরিশ্রুতি রাখেনি বিজেপি”।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen