দুর্গাপুজো নিয়ে আশার বার্তা শোনালেন মুখ্যমন্ত্রী
পুজো উদ্যোক্তাদের মতে, রাজ্য সরকার পুজো করার জন্য যা যা নির্দেশিকা দেবে তাই পালন হবে।
রাজ্যে দিন দিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বাঁধ মানছে না আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বড় জমায়েতে কড়া নিষেধাজ্ঞা রাজ্যে। কিন্তু দুর্গাপুজোরও মাত্র ১০০ দিন বাকি। করোনাতঙ্ক কাটিয়ে এত বড় উৎসব কীভাবে সম্ভব, তা ভেবে কূল পাচ্ছেন না কলকাতার পুজো উদ্যোক্তারা। অনেক পুজো কমিটিই বাজেট কাটছাঁট করে পুজোর কথা ভাবছে।
এরই মধ্যে আশার আলো দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন সভাঘরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘সবাইকে আগামী কয়েকদিন সচেতন থাকতে হবে। সামনেই পুজো আসছে। ভাল করে করতে হবে তো। সংক্রমণ কমাতে এখন থেকেই ক্লাবগুলি ভূমিকা নিক।’

উল্লেখ্য, মুম্বইয়ে ঐতিহ্যবাহী গণেশ উৎসব ‘লালবাগচা রাজা’র পুজোয় এবার ছেদ পড়ছে। বাকি অনেক গণেশ পুজো কমিটিও একই সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনার পর থেকেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে কলকাতার দুর্গাপুজো কমিটিগুলির। কিন্তু মুখ্যমন্ত্রী এদিন যা ইঙ্গিত দিলেন তাতে কিছুটা স্বস্তি মিলেছে তাদের।
দুর্গাপুজো নিয়ে বরাবরই উৎসাহী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছর মহালয়ার দিন থেকেই দুর্গাপুজোর উদ্বোধনে যান তিনি। দুর্গাপ্রতিমার চক্ষুদানও করেন। পাশাপাশি বাংলার দুর্গাপুজোকে বিশ্বের দরবারে তুলে ধরতেও তাঁর অবদান অনস্বীকার্য। বাঙালির দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালেও দেশ-বিদেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।
পুজো উদ্যোক্তাদের মতে, রাজ্য সরকার পুজো করার জন্য যা যা নির্দেশিকা দেবে তাই পালন হবে।