বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্ক! মালদহে সভা থেকে কী ইঙ্গিত মমতার?

বাংলার অর্থনীতিকে সচল রাখতে লক্ষ্মীর ভাণ্ডারের গুরুত্ব অপরিসীম। বাংলার জনপ্রিয়তম এই প্রকল্পটি এবার বহরে আরও বাড়ছে। উপভোক্তা সংখ্যার পাশাপাশি বাড়ছে টাকার অঙ্কও।

January 22, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলার অর্থনীতিকে সচল রাখতে লক্ষ্মীর ভাণ্ডারের গুরুত্ব অপরিসীম। বাংলার জনপ্রিয়তম এই প্রকল্পটি এবার বহরে আরও বাড়ছে। উপভোক্তা সংখ্যার পাশাপাশি বাড়ছে টাকার অঙ্কও। মঙ্গলবার মালদহের পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএসএ গ্রাউন্ডের মঞ্চ থেকে বললেন, “আপনারা জানেন, আমি যেটা বলি সেটা করি। সিদ্ধান্ত হয়েছে, যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান, তিনি সারা জীবন পাবেন (রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী ৬০ বছর হলে তাঁরাই বার্ধক্য ভাতা পেতে শুরু করেন)। এ ভাণ্ডার আমার মা-বোনেদের। উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার, শুধু একটা প্রকল্পের পরিচয়ে আটকে নেই। লক্ষ্মীর ভাণ্ডারকে অনুসরণ করেই একের পর এক রাজ্যের সরকার ঘোষণা করেছে প্রকল্প। কোথাও লাডলি বেহনা, কোথাও মাঈয়া সম্মান যোজনা। ১০০ দিনের কাজ বন্ধ বাংলায়, খাদ্যপণ্যের দামে রাশ টানতে ব্যর্থ কেন্দ্র; এমন অবস্থায় বাংলার কোটি কোটি সংসারের ভরসা ‘লক্ষ্মীর ভাণ্ডার’।

মমতার মঙ্গলবারের বক্তব্যের পর জোর জল্পনা শুরু হয়েছে প্রশাসনের অন্দরে। আম জনতাও আশা করে আছে। সকলের প্রশ্ন, তাহলে কি আসন্ন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনও নতুন ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার শিবির চলবে দিকে দিকে। নতুন করে জমা পড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন। ফের এই প্রকল্পের উপভোক্তা বাড়তে চলেছে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান প্রায় ২ কোটি ২১ লক্ষ মহিলা। জিতে এসে ২০২১-এর বিধানসভা ভোটের প্রতিশ্রুতি পূরণ করেন মমতা। একুশ সালের সেপ্টেম্বর থেকে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা পেতে শুরু করেন উপভোক্তারা। তফসিলি জাতি ও উপজাতির মহিলারা এখন ১২০০ টাকা, অন্যান্যরা এক হাজার টাকা করে পান। সেই অঙ্কই কি বাড়তে চলেছে?

বিভিন্ন রাজনৈতিক দলেরা লক্ষ্মীর ভাণ্ডারের অনুসরণ করছে। দিল্লির ভোটের প্রাক্কালে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ কে কত বেশি দিতে পারে, তার প্রতিযোগিতা চলছে। লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষার দান বলে সমালোচনা করা বিজেপিই জিততে আঁকড়ে ধরেছে মমতার প্রকল্পকে। এমন প্রকল্প চালু করেও শেষমেশ বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি রাজ্যে। কিন্তু বাংলা তা বেড়েই যাচ্ছে। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার লক্ষ্মীদের কাছে সুরাহা হয়ে এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen