নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ মমতার, আর কী লিখলেন মুখ্যমন্ত্রী?
কুম্ভ যাওয়ার উদ্দেশ্যে শনিবার রাতে কাতারে কাতারে মানুষ জড়ো হন নয়াদিল্লি স্টেশনে। দুটি ট্রেন লেট হওয়ায়, প্রয়াগরাজ এক্সপ্রেস আসতে দেখে ওই ট্রেনের যাত্রীরা এবং বাকি দুটি ট্রেনের যাত্রীরা ১৪ নম্বর প্ল্যাটফর্মের দিকে ছুটতে থাকেন। সকলে ওই একটি ট্রেনে ওঠার চেষ্টা করলে অনেকে পড়ে যান। পদপিষ্ট হয়ে ১৮ জনের প্রাণহানি হয়। এই ঘটনায় এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীর মতে, মহাকুম্ভের পুণ্যার্থীদের আরও বেশি সহযোগিতা প্রয়োজন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কুম্ভ যাওয়ার উদ্দেশ্যে শনিবার রাতে কাতারে কাতারে মানুষ জড়ো হন নয়াদিল্লি স্টেশনে। দুটি ট্রেন লেট হওয়ায়, প্রয়াগরাজ এক্সপ্রেস আসতে দেখে ওই ট্রেনের যাত্রীরা এবং বাকি দুটি ট্রেনের যাত্রীরা ১৪ নম্বর প্ল্যাটফর্মের দিকে ছুটতে থাকেন। সকলে ওই একটি ট্রেনে ওঠার চেষ্টা করলে অনেকে পড়ে যান। পদপিষ্ট হয়ে ১৮ জনের প্রাণহানি হয়। এই ঘটনায় এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীর মতে, মহাকুম্ভের পুণ্যার্থীদের আরও বেশি সহযোগিতা প্রয়োজন।
রবিবার তিনি লেখেন, “দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা হৃদয়বিদারক। এই দুঃখজনক ঘটনা প্রমাণ করে সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা কতটা প্রয়োজনীয়। মহাকুম্ভের পুণ্যার্থীদের আরও বেশি সহযোগিতা এবং ব্যবস্থাপনার প্রয়োজন। তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা অত্যন্ত দরকার। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। যাঁরা আহত তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।”