করোনা পরিস্থিতিতে নির্বাচনী সভা বন্ধ করলেন মুখ্যমন্ত্রী, টুইট করে জানালেন সেকথা

তিনি লিখেছেন, ‘করোনা অতিমারীর জেরে এবং নির্বাচন কমিশনের ২২ শে এপ্রিলের নির্দেশ মাথায় রেখে আমাদের পূর্বনির্ধারিত সব রোড শো, জনসভা বাতিল করা হল। আমরা ভার্চুয়ালি জনগণের কাছে পৌঁছব।’

April 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা (Covid 19) সংক্রমণের জেরে সমস্ত নির্বাচনী জনসভা বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইট করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘করোনা অতিমারীর জেরে এবং নির্বাচন কমিশনের ২২ শে এপ্রিলের নির্দেশ মাথায় রেখে আমাদের পূর্বনির্ধারিত সব রোড শো, জনসভা বাতিল করা হল। আমরা ভার্চুয়ালি জনগণের কাছে পৌঁছব।’

ভার্চুয়াল মিটিং- এর সময়সূচী পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও টুইটে লেখেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, হাইকোর্টের থেকে ভৎসনা শোনার পর আজই সব রোড শো, র‌্যালিতে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। আজ সন্ধে ৭টা থেকে সমস্ত রোড শো, পদযাত্রা বন্ধের নোটিশ জারি করা হয়েছে। বাইক, সাইকেল র‍্যালিতেও আজ থেকে কমিশনের নিষেধাজ্ঞা। সামাজিক দূরত্ব মেনে সভা করা যাবে সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে। পূর্ব নির্ধারিত সমস্ত র‍্যালির অনুমতিও বাতিল করেছে কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen